চরম ব্যাটিং বিপর্যয়ে ভারত


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০৬:৪৪ পিএম
চরম ব্যাটিং বিপর্যয়ে ভারত

এ ম্যাচেও কোহলির টস হার। তিন টেস্টেই টস হেরে শুরু করতে হল ভারতকে। তৃতীয় টেস্ট দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড চাইবে তৃতীয় টেস্ট জিতে সিরিজ দখলে নিয়ে নিতে। ভারতের জন্য মাস্ট উইন ম্যাচ। প্রথম দুই টেস্ট হারের পর তৃতীয় টেস্ট না জিতলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে বিরাটবাহিনীর। যে কারণে দু’পক্ষই মরিয়া। 

এমন ম্যাচটিতে ব্যাট বরতে নেমে ফের ব্যর্থতার পরিচয় দিল ভারতীয় ব্যাটসম্যানরা। ইংরিশ বোলার ক্রিস ওকসের সামনে ভেঙে পরে ভারতের শক্ত ব্যাটিং লাইন-আফ। একে একে প্রথম তিনটি উইকেট শিকার করেন ওকস। খারাপ ফর্মে থাকায় ওপেনার মুরালি বিজয়ের পরিবর্তে তৃতীয় টেস্টে জায়গা পান শিখর ধাওয়ান। তবে মুরালির চেয়ে বেশ ভালই করেছেন তিনি।৬৫ বলে ৩৫ রান বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ধাওয়ান ফিরে গেলে বেশিক্ষণ থাকতে পারেননি লোকেশ রাহুল। ২৩ রান করে লেগ বিফোরের ফাঁদে পরে ফিরে যান তিনি। ওকসের বলে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে ১৪ রান করে প্যাবিরিয়নের পথে হাঁটেন চেতেশ্বর পূজারা। এর পরেই লাঞ্চ বিরতিতে যায় ইন্ডিয়া। ততক্ষণে ৮২ রান সংগ্রহ করে ভারত।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর