‘স্মিথ-ওয়ার্নার ছাড়া অস্ট্রেলীয় টিম নড়বড়ে’


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০৬:০৪ পিএম
‘স্মিথ-ওয়ার্নার ছাড়া অস্ট্রেলীয় টিম নড়বড়ে’

দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ে সাহায্যের অভিযোগে এক বছরের নিষেধাজ্ঞায় পড়েন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ডেবিড ওয়ার্নার। যদিও ইতোমধ্যে নিষেধাজ্ঞার মেয়াদের ৫ মাস পার হয়েছে এবং তারা ঘরোয়া লিগগুলোতে খেলার অনুমতি পেয়েছেন। তারপরও তাদের আরো সাত মাস অপেক্ষা করতে হবে জাতীয় দলে ফেরার জন্য। 

লক্ষণীয় যে, স্মিথ-ওয়ার্নারের অনুপস্থিতিতে মোটেও সোজা হয়ে দাঁড়াতে পারছেনা অস্ট্রেলিয়া। তাই এই মুহুর্তে অভিজ্ঞ দুইজনকে বেশ প্রয়োজন বলে মনে করেন দেশটির সাবেক স্পিনার শেন ওয়ার্ন। সম্প্রতি তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের টিমে তাদের খুবই প্রয়োজন। কারণ আমাদের ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে।  এ জন্যই তাদের দলে অর্ন্তভুক্ত করা জরুরি।’

অস্ট্রেলিয়া টিমের বর্তমান ব্যাটিং পজিশন বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘এই মুহুর্তে দলের কোনো ব্যাটসম্যানই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি।  বর্তমানে দলে থাকা সব পজিশনই নড়বড়ে।’

শেষ অবধি সাবেক বিশ্বসেরা স্পিনার আশাবাদ ব্যক্ত করেন তাদের আরো জোরালোভাবে ফেরার ব্যাপারে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর