সাংবাদিকের পায়ের ফাঁক দিয়ে মেসির অবিশ্বাস্য গোল!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০৫:২৪ পিএম
সাংবাদিকের পায়ের ফাঁক দিয়ে মেসির অবিশ্বাস্য গোল!

হয়ত ২০১৮ সালের বিশ্বসেরার মুকুট ব্যালন ডি'অরের দৌড়ে খুব বেশি এগিয়ে নয় লিওলেন মেসি। এবার ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ, অ্যান্তোনিও গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপ্পেদের একটু এগিয়েই রাখতে হচ্ছে। তবে এই  শ্রেষ্ঠত্বের মুকুট তো পাঁচবার দখল করেছেন মেসি।

গত মৌসুমটা মেসির খুব বেশি খারাপ কেটেছে তা কিন্তু নয়। বার্সেলোনাকে লা লিগা এবং কোপা ডেল রে জিতিয়েছেন। পঞ্চম বারের মতো সর্বোচ্চ গোল দাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন। তবে সবকিছুর উপর পর্দা ফেলে দিয়েছে বিশ্বকাপ। আর্জেন্টিনার বিদায় হয়েছে শীর্ষ ষোলো থেকে। আর চ্যাম্পিয়ন্স লিগেও বার্সা বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।

আরো পড়ুন: আর্জেন্টিনা দলে বড় পরিবর্তন, ২৩ জনের ১৫ জনই বাদ!

এসব ব্যর্থতা দিয়ে মেসিকে আড়াল করা যায় না। কারণ তিনি পাঁচবারের বিশ্বসেরা। তার দ্বারা অনেক কিছুই সম্ভব। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী অ্যাডিডাস। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে, আনমনে নেয়া মেসির একটি বাঁকানো শট মাঠের অপর প্রান্তে দাড়িয়ে থাকা রিপোর্টারের দুই পায়ের মাঝখান দিয়ে চলে যায়।

অবিশ্বাস্য এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ফুটবলপ্রেমীরা দুই ভাগে ভাগ হয়ে পড়েছেন ভিডিওটির সত্যতা নিয়ে। অনেকেই বলছেন অ্যাডিডাসের প্রকাশ করা ভিডিওটি এডিটেড (সম্পাদনা করা)।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'এই ঘটনার পর আমি নিশ্চিত যে, সে কোন মানুষ না।'

আরেকজন লিখেছেন, 'পৃথিবীর বুকে সেরা এলিয়েন।'

তবে, এক টুইটার ব্যবহারকারী ভিডিওটিকে ফেক দাবি করে বলেছেন, 'শেষ দিকে গিয়ে বলটির ছায়া ছিলো না।

আরেকজন লিখেছেন, 'এটা অ্যাডিডাসের একটি প্রোমো এবং ভিডিওটি এডিট করা।'
 

গোনিউজ২৪/এএস

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর