ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে অবাক কাণ্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০৩:২৭ পিএম
ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে অবাক কাণ্ড

সব আপত্তি উড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হলেন সিধু।

মিডিয়া মারফত জানা যায়, ভারত থেকে তিনজনকে ডেকেছিলেন নবনির্বাতি প্রধানমন্ত্রী ইমরান খান। তাদের মধ্যে কপিল দেব ও সুনীল গাভাস্কার আগেই যাবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু সমস্ত আপত্তি অগ্রাহ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হলেন নভজ্যোত সিংহ সিধু।

শনিবার ( ১৮ আগস্ট) সেই অনুষ্ঠানে বিদেশি অতিথিদের সঙ্গে নয়, তিনি গিয়ে বসেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে। তার থেকেও গুরুত্বপূর্ণ ছবি উঠল, যখন সিধু আলিঙ্গন করলেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে। 

পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে ঢোকার আগে সিধু সাংবাদিকদের বলেছেন, ‘খান সাহেবের (ইমরান খান) মতো মানুষই ইতিহাস তৈরি করেন। এই নিমন্ত্রণের মধ্যে দিয়ে তিনি আমাকে সম্মান জানিয়েছেন। যে সব মানুষ সম্পর্ক তৈরি করেন, তার সম্মানযোগ্য। এটা নতুন শুরু। এই সরকার এসেছে দেশের দৃষ্টিভঙ্গি বদল করার জন্য। অনেক আশা রয়েছে।’

ভিডিও দেখুন এখানে

সিধু আগেই জানিয়েছিলেন তিনি ভারতের শান্তিদূত হিসেবে পাকিস্তানে যাচ্ছেন। যদিও তিনি পাঞ্জাবে কংগ্রেস সরকারের মন্ত্রী। কিন্তু সিধু দাবি করেছেন এই নিমন্ত্রণ তিনি ব্যক্তিগতভাবে পেয়েছেন। 

প্রসঙ্গত, পাকিস্তান মুসলিম লিগের প্রার্থী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ খানকে পরাজিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্চাচিত হন ইমরান খান।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর