সিপিএলে রান তালিকায় শীর্ষস্থান দখলে হাড্ডা-হাড্ডি লড়াই


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০১:০৯ পিএম
সিপিএলে রান তালিকায় শীর্ষস্থান দখলে হাড্ডা-হাড্ডি লড়াই

৬ দলের অংশগ্রহণে ৮ আগস্ট শুরু হয় ক্যারিবীয়ান সুপার লিগের (সিপিএল) ৬ষ্ট আসর। টি-২০ ক্রিকেট যারা ভালোবাসেন তাদের জন্য আদর্শ ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টুর্নামেন্টটি। কারণ স্বল্প ফরম্যাটে ক্রিকেটে যা প্রয়োজন সবই বিদ্যমান এখানে। চার-ছক্কার ফুলঝুড়ি ছাড়াও প্লেয়ারদের ডায়নায়িক উদযাপন কিংবা নতুন সব রীতির কারণে বেশ রোমাঞ্চ ছড়াচ্ছে টুর্নামেন্টটি।

সিপিএল কতটা রঙ ছড়াচ্ছে এর জন্য ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের একটি ইনিংসের উদাহারণই যথেষ্ট। আসরের তৃতীয় ম্যাচে শেষ ওভারে হ্যাটট্রিক ছাড়াও ৪৯ বলে ১২১* রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। এছাড়া শনিবারের (১৮ আগস্ট) দশম ম্যাচে দলের আবশ্যক জয়ের দিনে দারুণ সেঞ্চুরি হাঁকান কাইরন পোলার্ড। ৫৪ বলে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি।

আরো পড়ুন: পোলার্ডের ঝোড়ো সেঞ্চুরিতে বিপদমুক্ত ওয়ার্নাররা

মূলত চার-ছক্কার যে প্রকৃত নির্যাস রয়েছে তা পাওয়া কথা সিপিএলে। এখানে উপস্থিত রয়েছেন বিশ্ব টি-২০ ক্রিকেটের সেরা নামগুলো। তারা খই ফোটাচ্ছেন ব্যাটে।

চলুন দেখে নেয়া যাক সিপিএলে বিশ্ব তারকাদের কার কত সংগ্রহ

১. কাইরন পোলার্ড। সেন্ট লুসিয়ার জার্সিতে ৫ ম্যাচে ২৩৯ রান সংগ্রহ করেন তিনি। সর্বোচ্চ সংগ্রহ ১০৪
২. কলিন মুনরো। ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে চার ম্যাচ খেলে ১৮৯ রান সংগ্রহ করেন তিনি। সর্বোচ্চ ৬৮
৩.আন্দ্রে ফ্লেচার। সেন্ট লুসিয়ার জার্সিতে ৫ ম্যাচ খেলে ১৭৩ রান সংগ্রহ করেন তিনি। সর্বোচ্চ সংগ্রহ ৮০
৪. ব্রাভো। ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে চার ম্যাচে ১৬৪ রান সংগ্রহ করেন তিনি। সর্বোচ্চ ৯৪*
৫. ক্রিস গেইল। সেন্ট কিটসের জার্সিতে তিন ম্যাচে সংগ্রহ করেন ১৪৫ রান। সর্বোচ্চ ৮৬

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর