মেসির ভাইয়ের জেল


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৮, ০৩:০১ পিএম
মেসির ভাইয়ের জেল

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বড় ভাই মাতিয়াস মেসিকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে নিজ দেশের আদালত। অবৈধ অস্ত্র ব্যবহারের দায়ে এমন শাস্তির পেলেন তিনি। বৃহস্পতিবার (১৬ আগস্ট) এই রায় ঘোষণা করা হয়।

তবে রায় হলেও একটি শর্তে মুক্তি পাবেন মাতিয়াস। দণ্ড থেকে মুক্তি পেতে হলে তাকে আগামী আড়াই বছর সামাজিক কর্মকাণ্ডমূলক কাজ করতে হবে। তাহলেই কেবল মুক্ত হবেন। মামলার তদন্ত কর্মকর্তারা তার সঙ্গে এক চুক্তিতে পৌঁছার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার লা ক্যাপিটাল পত্রিকা।

আরো পড়ুন: নেইমারকে নিয়ে বোমা ফাটাল বার্সেলোনা

উল্লেখ্য, মাতিয়ান মেসির ওই অবৈধ অস্ত্র গত বছর পারানা নদীতে তারই রক্তাক্ত বোট থেকে উদ্ধার করা হয়েছিল। পরে হাসপাতাল থেকে আহত অবস্থায় মেসির ভাইকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই তাকে জামিনে মুক্তি দেয় রোজারিওর আদালত। আদালতে মেসির ভাইয়ের আইনজীবী দাবি করেন, ওই পিস্তল তার মক্কেলের নয় এবং স্যান্ডব্যাংকের সঙ্গে ধাক্কা লাগাতেই আহত হন তিনি। তবে আদালতে প্রমাণিত হয়েছে যে, ওই অবৈধ আগ্নেয়াস্ত্র তারই। ফলে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর