ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০৮:৫৮ পিএম
ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। বৃহস্পতিবারের (১৬ আগস্ট) এ ম্যাচে জয় পেয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের কিশোরীরা। 

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হয় দু’দল। শুরু থেকেই ভুটানকে চেপে ধরে তহুরা-মনিকারা। ফলে বাংলাদেশ প্রথম গোলে দেখা পায় ১৭ মিনিটের সময়। ম্যাচ শুরুর ১৭ মিনিটের মাথায়  আনাই মগিনির গোলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় গতবারের চ্যাম্পিয়নদের। এরপর ৩৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আনুচিং মগিনি। প্রথমার্ধের ৪৩ মিনিটে বাংলাদেশের পক্ষে তৃতীয় গোল করেন তহুরা খাতুন।

আরো পড়ুন: ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফ্রান্স, বাকিরা কে কোথায়?

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে বাংলাদেশের পক্ষে চতুর্থ গোল করেন মারিয়া মান্দা। ৮৬ মিনিটে দলের পঞ্চম ও নিজের প্রথম গোল করেন শাহেদা আক্তার রিপা।

এর আগে প্রথম সেমিফাইনালে ২-১ গোলে নেপালকে পরাজিত করে ভারত। টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর