ভুটানের জালে মেয়েদের পাঁচ গোল


প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০৮:৪৮ পিএম
ভুটানের জালে মেয়েদের পাঁচ গোল

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে ভুটান জয়ের মিশনে নামছে বাংলাদেশ। সেমিফাইনালে স্বাগতিকদের হারিয়েই দ্বিতীয়বারের মত ফাইনালে পা রাখতে বিৃহস্পতিবার (১৬ আগস্ট) ভুটানের মুখোমুখি হয় লাল সবুজের জার্সিদারিরা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মাঠে নামে দুই দল। প্রথমার্ধেই ছোটনের মেয়েরো এগিয়ে যায় ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধে েএসেও গোলের দেখা পায় বাংলার মেয়েরা।

মাঠে নেমে শুরুতে চেপে ধরে ভুটানকে। একের পর এক আক্রমণে দিশে হারা ভুটানের রক্ষণভাগ। অবশেষে সফলতার দেখা মিলল ১৭ মিনিটের সময়। ৩৮ মিনিটের সময় ফের ভুটানারে জালে বল জড়ায় ছোটনের শীষ্যরা। এর চার মিনিট পর আরো একটি গোল দেয় বাংলাদেশ।

গোল উৎসবের মধ্যে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধেও থেমে নেই তহুরারা। ফের একের পর এক আক্রমণ। পরে ৬৮ মিনিটের সময় এক হালি পূর্ণ করে মেয়েরা। ৮৪ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ।

গোনিউজ২৪েএএস

খেলা বিভাগের আরো খবর