মেয়েদের ফাইনালে ওঠার লড়াই সন্ধ্যায়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০৫:৩০ পিএম
মেয়েদের ফাইনালে ওঠার লড়াই সন্ধ্যায়

ভুটান জয়ের মিশনে নামছে বাংলাদেশ। সেমিফাইনালে স্বাগতিকদের হারিয়েই দ্বিতীয়বারের মত ফাইনালে পা রাখতে বিৃহস্পতিবার (১৬ আগস্ট) ভুটানের মুখোমুখি হবে লাল সবুজের জার্সিদারিরা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

একটা সেমিফইনাল। পুরো জাতি তাকিয়ে আছে মারিয়া, তহুরা, শামসুন্নাহারদের দিকে। প্রত্যাশার চাপটা অনুভব করেন টাইগ্রেসরাও। তাইতো এই ম্যাচকে সামনে রেখে গতকালও কঠোর অনুশীলন করেছে বাংলার কিশোরীরা। সকালে জিমে ঘাম ঝরায়। এরপর থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে অনুশীলন করে। যেহেতু সেমিফাইনাল তাই ম্যাচটি টাইব্রেকারেও গড়াতে পারে।সেই কথা মাথায় রেখে গোলাম রাব্বানী ছোটন মেয়েদের শ্যুটআউটেরও অনুশীলন করিয়েছেন।

আরো পড়ুন: দায়িত্ব পাওয়ার পর মেসির নতুন ঘোষণা

গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এই গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয় নেপাল। বাংলাদেশ গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৪-০ ও নেপালকে ৩-০ গোলে পরাজিত করে। আর এক ম্যাচে জয় পেয়েই নেপাল উঠে যায় সেমিফাইনালে। তারা পাকিস্তানকে ৪-০ গোলে পরাজিত করে।

‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কাকে ১২-০ ও ভুটানকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। ভুটান একটিতে জয় পেয়েই সেমিফাইনালে ওঠে। শ্রীলঙ্কাকে ৬-০ গোলে পরাজিত করে তারা। আগামী ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ।

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে প্রথম আসরের ফাইনাল ম্যাচে ভারতেক ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর