এশিয়া কাপে শ্রীলঙ্কার স্কোয়াড নতুন ৪ মুখ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০৫:১৩ পিএম
এশিয়া কাপে শ্রীলঙ্কার স্কোয়াড নতুন ৪ মুখ

ছয় দলের অংশগ্রহণে সেপ্টেম্বরে শুরু হবে এশিয়া কাপ। সে লক্ষ্য বৃহস্পতিবার (১৬ আগস্ট) ৩১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে লঙ্কানরা। সে জন্য ৩১ সদস্যের স্কোয়াড তৈরিতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি তাদের। তবে এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডে নতুন পাঁচ মুখের উপস্থিতি লক্ষণীয়। তারা হলেন, শাম্মু, নিশান, মেন্ডিস ও জেহান ডেনিয়েল।

এক নজরে দেখে নিন ৩১ সদস্যের স্কোয়াডটি

থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলক, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল পেরেরা, এসলে গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, সাদীরা, সুরঙ্গা লাকমল, নুয়্যান প্রদীপ, দসুন শানাক, লাহিরু গোমজে, বিশ্ব ফার্নান্দো, দুশমন্ত চামেরা, শিহান মাদুশানাকা, লাহিড়ু কুমার, আকিল ধনাঞ্জয়, জেফরি ভান্ডারস, আমিলা আফনসো, লক্ষন সাদাকান, নিশান পেইরিস, কামিন্দ মেন্ডিস, ছরিথ আসালানকা, জেহান ড্যানিয়েল, শাম্মু আস্থান, দীমুথ করুনারত্নে, ধনানঞ্জয়া ডি সিলভা, অস্তিদা ফার্নান্দো, চাম্মিকা করুণরেত্নে।

প্রসঙ্গত, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

আরো পড়ুন: এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর