দায়িত্ব পাওয়ার পর মেসির নতুন ঘোষণা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ১০:৫৩ এএম
দায়িত্ব পাওয়ার পর মেসির নতুন ঘোষণা

সেপ্টেম্বরে গুয়াতেমালা ও কলম্বিয়ার সাথে প্রীতি ম্যাচ আর্জেন্টিনার হয়ে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির অধিনায়ক লিওনেল মেসি। দলের অন্তর্বর্তী কোচ লিওনেল স্ক্যালোনিকে ক্যাপ্টেন নিজেই বিষয়টি অবগত করেছেন। বলেছেন, চলতি বছরের বাকি সময়টা জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা নাই আমার। এসময় ২০১৯ সালের কোপা আমেরিকায়ও খেলবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন মেসি।

এ বিষয়ে বুধবার (১৫ আগস্ট) আর্জেন্টিনার স্থানীয় একটি গণমাধ্যমের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় দুইটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে নামবেন না মেসি। এমন কি দলের জার্সিতে তিনি কবে কখন নামবেন সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

আরো পড়ুন: বার্সার ব্যাটন মেসির হাতে 

দেশের জার্সিতে দীর্ঘ সময় ধরে না খেলার সিদ্ধান্ত নিলেও ঠিকই ক্লাব জার্সিতে মন খুলে খেলছেন মেসি। সম্প্রতি হাতে পরেছেন বার্সার ব্যাটন। সব মিলিয়ে ভালো সময় পার করছেন। ইনিয়েস্তার বিদায়ের পর ন্যু ক্যাম্পের প্রধান সেনাপতি হিসেবে ভালোই চাপ সামলাচ্ছেন তিনি। সম্প্রতি সুপারকোপা ডি এস্পানার শিরোপা জয়ের মাধ্যমে বার্সেলোনার ইতিহাসে সর্বাধিক শিরোপা জয়ের বিরল কৃতিত্বও অর্জন করেছেন মেসি। এ জয়ে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি কাতালান ক্লাবের হয়ে সর্বাধিক ৩৩টি শিরোপা জয়ের রেকর্ডে নাম লেখান মিস্টার অধিনায়ক।

যাই হোক আর্জেন্টিনা ও বার্সালোনার অধিনায়ক মেসির লক্ষ্য এখন আরো অনেক বড়। নতুন দায়িত্ব পাওয়ার পর এ বিষয়ে ভক্তদের উদ্দেশ্যে মুখ খুলেছেন। বলেছেন...

‘প্রথমত আমি বলতে চাই, আর্জেন্টিনার ক্যাপ্টেন্সি পেয়ে আমি বেশ গর্বিত। আমি জানি বার্সেলোনার ক্যাপ্টেন্সিটা কেমন। এই বছর আমি আমার শিক্ষক জাভি, ইনিয়েস্তাদের খুবই মিস করবো।’

আরো পড়ুন: বার্সা ছাড়লেন মেসির ‘শত্রু’

‘গতবছর আমরা কোপা ডেল রে, লা লীগা সবই জিতেছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগ না জিততে পারায় সব আনন্দ ভেস্তে গেছে। তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের আগামী চ্যাম্পিয়ন্স লীগ উপহার দেব।’

প্রসঙ্গত,  সম্প্রতি ন্যু ক্যাম্প ছেড়ে জাপানের ক্লাবে যোগ দেন ইনিয়েস্তা। এরপর বার্সার পুরো দায়িত্ব এসে পড়ে মেসির কাঁধে।-গোল.কম

গোনিউজ২৪/এআর

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর