নতুন সূচিতে মাঠে গড়াবে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ১০:৪৫ এএম
নতুন সূচিতে মাঠে গড়াবে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টির কারণে বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে উভয় দলের সম্মতিক্রমে আবার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। এর ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃহস্পতিবার (১৬ আগস্ট) ফের আয়োজন করতে যাচ্ছে স্বাগতিক ক্রিকেট বোর্ড। 

নতুন সূচিতে ম্যাচ আয়োজনের ফলে পরপর দুইদিন দুটি ম্যাচ হবে। যার কারণে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। বুধবার (১৫ আগস্ট) দ্বিতীয় টি-টোয়েন্টি’টি পরিত্যক্ত ঘোষণার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ম্যাচটি আবারও আয়োজন করা হবে বলে নিশ্চিত করে ক্রিকেট আয়ারল্যান্ড।

‘বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড উলভস ভেসে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সর্বসম্মতিক্রমে নতুন সূচিতে খেলতে রাজি হয়েছে। নতুন সূচিতে ম্যাচটি আগামীকাল বেলা ১টা থেকে মালাহাইডে অনুষ্ঠিত হবে।’

আরো পড়ুন: ভারত-পাকিস্তান সিরিজ চালুর আহবান আফ্রিদির 

সিরিজের প্রথম ম্যাচে সৌম্যর ফিফটিতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। আজ জিতলেই টাইগারদের সিরিজ নিশ্চত হবে। 

গোনিউজ২৪/টিআই

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর