আর্জেন্টাইন জার্সিতে না খেলার সিদ্ধান্ত মেসির


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ০৩:১৫ পিএম
আর্জেন্টাইন জার্সিতে না খেলার সিদ্ধান্ত মেসির

শিরোনাম দেখে মনে হতে পারে সত্যি কি মেসির ক্যারিয়ার শেষ! যদি এমনটা মনে হয় তবে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আর্জেন্টাইন নতুন কোচ লিওনেল স্কালোনির বক্তব্য। আলবিসেলিস্তাদের অন্তবর্তীকালীন কোচ হিসেবে যোগ দেয়ার পর মেসিকে কেন্দ্র করে তার বক্তব্য ছিল ঠিক এমনই, ‘নতুন একটা দল গড়ার সময় এসে গেছে। অবশ্যই লিও চাইবে জাতীয় দলের হয়ে খেলে যেতে। তবে ওকে দলে সম্পৃক্ত করতে হবে একটু একটু করে। আমি মনে করি, দলের ভিত্তিটা আগে ঠিক করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, কোনো একজন (মেসি) আমাদের বাঁচিয়ে দেবে এই ভাবনা থেকে বেরিয়ে এসে একটা দল গড়া নিয়ে চিন্তা করতে হবে। এখনকার বাকি দলগুলোর দিকে দেখুন, ওরা কীভাবে বিশ্বকাপে খেলে। দল হয়ে খেলার বিকল্প নেই।’

আরো পড়ুন: বিরল রেকর্ড গড়লেন মেসি 

সেই বক্তব্যের মেয়াদ এক সপ্তাহ না পেরুতেই তার প্রতিফলন দেখলো বিশ্ব। সেপ্টেম্বরে গুয়াতেমালা ও কলম্বিয়ার সাথে প্রীতি ম্যাচ আর্জেন্টিনার হয়ে না খেলার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। দলের অন্তর্বর্তী কোচ লিওনেল স্ক্যালোনিকে ক্যাপ্টেন নিজেই জানিয়েন বিষয়টি। বলেছেন, চলতি বছরের বাকি সময়টা জাতীয় দলের হয়ে খেলবেন না তিনি। এছাড়া ২০১৯ সালের কোপা আমেরিকায়ও খেলবেন কি না তা এখনই বলতে পারছেন না।
 
এ বিষয়ে বুধবার (১৫ আগস্ট) আর্জেন্টিনার স্থানীয় একটি গণমাধ্যমের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় দুইটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে নামবেন না মেসি। এমন কি দলের জার্সিতে তিনি কবে কখন নামবেন সে ব্যাপারে কিছুই জানা যায়নি। 

গোনিউজ২৪/এআর

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর