পগবার বদলে ভিন্ন ২ জনকে চায় ম্যানচেস্টার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ১২:৫৯ পিএম
পগবার বদলে ভিন্ন ২ জনকে চায় ম্যানচেস্টার

মেসির পছন্দের পগবাকে ভিড়াতে ইতোমধ্যে ম্যানচেস্টারের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে বার্সালোনা।অধিনায়কের কথা রাখতে গিয়ে টাকা ও প্লেয়ার দুই-ই খোয়াতে হবে তাদের। 

যদিও এই শর্তে রাজি ন্যু ক্যাম্প কর্তৃপক্ষ। পগবাকে পেতে ৪৫ মিলিয়ন ইউরো এবং মিনা-গোমেজকে ছাড়তে প্রস্তুত ছিল তারা। কিন্তু সমস্যা হলো, ম্যানচেস্টারের দাবি-চাওয়া উল্টে গেছে। এখন তারা মিনা-গোমেজ নয় বরং দেম্বেলে-রাকিটিচকে তাদের ক্লাবে চায়। 

গত মৌসুমেই ১৪৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২১ বছর বয়সী দেম্বেলেকে কিনে আনে বার্সেলোনা। ইনজুরিতে না থাকলে এমবাপ্পে-পগবার মতো তাকেও রাশিয়া বিশ্বকাপে দেখা যেত। অন্যদিকে ইভান রাকিটিচ বার্সেলোনার মাঝ মাঠের অপরিহার্য সদস্য। ২০১৪ সালে ন্যু-ক্যাম্পে আসার পর থেকেই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার বার্সেলোনার শুরুর একাদশে নিজের জায়গাটা পাকা করে নিয়েছেন। ৩০ বছর বয়সী রাকিটিচ দুর্দান্ত ফর্মেও আছেন। বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে রানার্সআপ করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

আরো পড়ুন: পগবা তুমি কার, মেসি নাকি রোনালদোর?

ম্যানচেস্টারের এমন শর্তে নিশ্চিত হওয়া যায় তারা মোটেও পগবাকে বিক্রি করতে চাচ্ছে না তারা। কিন্তু তারপরও কোচ হোসে মরিনহোর সঙ্গে তিক্ততায় হয়তো ভিন্ন কিছুর জন্ম দিতে পারে। 

প্রসঙ্গত, ২০১৬ সালে ৯৩.২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হন পগবা। তবে কোচের ট্যাকটিসের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না বলে বেশ কয়েকবার মিডিয়ার সামনে কথা বলেন তিনি। ইঙ্গিত দেয়ার চেষ্টা করেন ম্যানচেস্টার ইউনাটেড আর তার সঙ্গে যাচ্ছে না! জানা যায়, ট্রান্সফার ইস্যুতে পগবার এজেন্ট মিনো রাইলো ইতোমধ্যে ম্যানচেস্টার ও বার্সার সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন।

গোনিউজ২৪/এআর

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর