স্কোয়াডে মাশরাফিদের সঙ্গী ১৭ বছরের শরিফুলসহ নতুন তিন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ১২:৩৭ পিএম
স্কোয়াডে মাশরাফিদের সঙ্গী ১৭ বছরের শরিফুলসহ নতুন তিন

আসন্ন এশিয়া কাপের লক্ষ্যে মঙ্গলবার (১৪ আগস্ট) ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাতে ডাক পেয়েছেন তিন নতুন মুখ শরিফুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি ও খালেদ আহমেদ।  তারা তিন জন বর্তমানে আয়ারল্যান্ডে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে সফররত রয়েছেন।

দল ঘোষণায় সবচেয়ে বড় চমকের নাম ১৭ বছর বয়সী বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। গত বছর ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ১৭ উইকেট তুলে নির্বাচকদের নজর কাড়েন তিনি। যার কারণে সৌম্যদের সঙ্গে বাংলাদেশ  ‘এ’ দলে ডাক পড়ে তার। 

একই অবস্থা সিলেটের পেসার খালেদ আহমেদের।  ঘরের মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে ৪ উইকেট অর্জন করেন এই ডান হাতি পেসার।

আরো পড়ুন: ৩১ সদস্যের দলেও জায়গা হয়নি তিন সিনিয়র তারকার

শরিফুল-খালেদের ঠিক বিপরীত অবস্থানে ফজলে রাব্বি। প্রায় ১৪ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলার পর জাতীয় দলের স্কোয়াডে অর্ন্তভুক্ত করা হয়েছে ৩০ বছর বয়সী ফজলে রাব্বিকে।  সম্প্রতি ‘এ’ দলের দুই সিরিজের পারফরম্যান্সে তার জাতীয় দলের দরজা খুলেছে। 

প্রসঙ্গত, এশিয়া কাপের এই স্কোয়াডে জায়গা হয়নি তাসকিন-নাসির ও শফিউলের। 

প্রসঙ্গত (১), এক  নজরে দেখে নিন বাংলাদেশের ৩১ সদস্যের দল: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ।

গোনিউজ২৪/এআর

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর