কোহলিদের খাবারের মেন্যুতে গরুর মাংস


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১২, ২০১৮, ০২:৩৪ পিএম
কোহলিদের খাবারের মেন্যুতে গরুর মাংস

বিসিসিআইয়ের এক টুইটে তুমুল হই চই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ হয়েছে, ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ক্রিকেটের মক্কা লর্ডস স্টেডিয়ামে মধ্যাহ্ন ভোজনে ভারতীয় খেলোয়াড়দের ‘ব্রেইজড বিফ পাস্তা’ নামের একটি খাবার দেয়া হয়েছে। বলাই বাহুল্য যে, পদটি গরুর মাংসেরর তৈরি।

টুইটটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য মানুষ তাদের প্রিয় টিমের পাতে গরুর মাংস পরিবেশন নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং পাল্টা টুইটে অসন্তোষ ব্যক্ত করেন।

আরো পড়ুন: গাড়ি দুর্ঘটনায় চার ফুটবলারের মৃত্যু

কিন্তু অনেকে একথাও বলছেন যে, এতে হই চইয়ের রয়েছেটাই বা কী! ইংল্যান্ড ও ভারত—দুই টিমের কমন মেন্যুতে বিফ থাকতেই পারে। সেখানে বিস্তর অপশনও তো রয়েছে! এই মেন্যুতে যেমন ভারতীয় পদ দাল মাখানি, নান, বাসমতী রাইস, পনির টিক্কা ইত্যাদি রয়েছে, তেমন ব্রেইজড বিফ পাস্তাও রয়েছে। আপ রুচি খানা। কে কী খাবেন, সেটা তার বা তাদের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে ধামাকা করার কোনও অবকাশ নেই। 

গোনিউজ২৪/এএআর

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর