মাশরাফি-সাকিবে মুগ্ধ নতুন কোচ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০১৮, ০৪:৪৬ পিএম
মাশরাফি-সাকিবে মুগ্ধ নতুন কোচ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ শেষে বৃহস্পতিবার (৯ আগস্ট) দেশের মাটিতে পা রেখেছেন টাইগাররা। পঞ্চপাণ্ডবের চারজন-মাশরাফি, মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহ দলের সঙ্গে না ফিরলেও সাকিব আল হাসানের নেতৃত্বে নয় জন ক্রিকেটার ফিরেছেন দেশে।

টাইগারদের ফেরার পর মিডিয়ার সঙ্গে কথা বলেছেন টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় ব্যক্তিগত ও দলীয় পারফর্ম নিয়ে কথা বলেছেন তিনি। অধিনায়ক ছাড়াও টাইগারদের সাফল্য নিয়ে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় একটি ইংরেজি ওয়েবসাইটের সঙ্গে কথা বলেছেন সম্প্রতি নিয়োগ পাওয়া কোচ স্টিভ রোডস। সেখানে তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফি-সাকিব দারুণ নেতৃত্ব গুণ দেখিয়েছেন।’

এসময় মাশরাফির নেতৃত্বে ওয়ানডে সিরিজ জয়কে আসাধারণ অ্যাখ্যা দিয়ে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়টি আমাদের আত্মবিশ্বাস চাঙ্গা করেছে। যদিও এর আগ থেকেই আমরা ওয়ানডেতে ভালো করে আসছি।’

এরপর টি-২০ সিরিজ নিয়েও কথা বলেছেন তিনি। ‘বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ক্রিকেট আমরা অসাধারণ খেলেছি। এটি আমাদের ভালো প্রচেষ্টা ফল।’

প্রসঙ্গত, বিদেশের মাটিতে এমন পারফরম্যান্স সচরাচর অর্জন করতে পারেনি বাংলাদেশ। টেস্ট সিরিজে হতাশার শুরুর পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো। বাংলাদেশ এবার সেটাই করে দেখিয়েছে। টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০তে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জিতে তবেই দেশে ফিরেছে টাইগাররা।-ক্রিকবাজ

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর