কোহলিদের টেন্ডুলকারের ‘হাফডজন’ পরামর্শ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৮, ০৪:৫১ পিএম
কোহলিদের টেন্ডুলকারের ‘হাফডজন’ পরামর্শ

৩-৪ মাইল দুরত্বে গিয়ে অনুশীলন। রুটিন মাফিক হেলমেট-প্যাড-ব্যাট ভর্তি ব্যাগ নিয়ে দিনে দুইবার লোকালবাসে যাতায়াত। কিংবা উতপ্ত আবহাওয়ায় ঘন্টার পর ঘন্টা ব্যাট হাতে মাটি কামড়ে পড়ে থাকার বর্ণনা পড়েছিলাম শচীন টেন্ডুলকারের ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ বইতে। ভারতীয় এই লিজেন্ড নিজেকে নিয়ে লেখা বইতে এসবকে ক্রিকেটেরই অংশ হিসেবেই বিবেচনা করেছেন।

তাই তো, আসন্ন ইংল্যান্ড সফরে সে দেশের আবহাওয়াকে আমলে নেয়ার জন্য উত্তরসূরীদের অনুরোধ করেছেন শচীন টেন্ডুলকার। দেশটিতে বর্তমানে গড় ৩০ ডিগ্রি হারে তাপমাত্রা পরিলক্ষিত করা যাচ্ছে। যা শরীর ঝলসে দেয়ার জন্য যথেষ্ট। আর এই অসহ্য গরমেই স্বাগতিকদের সঙ্গে পাঁচটি টেস্ট খেলবে ভারত।

এ নিয়ে শচীন টেন্ডুলকার বলেছেন, ‘এই ক্রিটিকাল পরিস্থিতি মেনে নাও। তাপমাত্রা নয় বরং নিজেদের কথাবার্তা ক্রিকেটের দিকে মুভ কর। প্রস্তুত হও নতুন চ্যালেঞ্জের জন্য।’

যদিও সিরিজ চলাকালীন এমন পরিস্থিতি থাকে তবে কিভাবে স্পিনারদের কাজে লাগানো যায় সে ব্যাপারে ভাবার জন্য ভারত দলকে তাগিদ দেন তিনি। 

এছাড়া দলের উদ্দেশ্যে বলেছেন, ‘যে কোন টেস্টের প্রথম সকালটা খুবই গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে জয়ের মোক্ষম মূলমন্ত্র প্রথম সকালটাই। প্রথম সকাল, প্রথম ওভার এবং প্রথম স্পেলের ওপর অনেক কিছু নির্ভর করে। তাই এটিকে কিভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে মনোযোগ দাও।’ 

সর্বশেষ ব্যাটসম্যানদের উদ্দেশ্যে টেন্ডুলকার বলেছেন, ‘ব্যাটিংয়ে নামার আগে যখন ড্রেসিং রুমে অপেক্ষমান থাক, তখন নিজেকে নিয়ে একটু ভাব। তারপর নিজের বিচক্ষণতার পরিচয় দাও।’  

প্রসঙ্গত, স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি ১ মাসেরও বেশি সময় ধরে চলবে। ১ আগস্ট সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে এজবাস্টনে এবং সর্বশেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর।-ক্রিকবাজ

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর