‘মেসি-রোনালদো নয়, এমবাপ্পেই বিশ্বসেরা’


আরিফুর রাজু প্রকাশিত: জুলাই ২২, ২০১৮, ০৪:০২ পিএম
‘মেসি-রোনালদো নয়, এমবাপ্পেই বিশ্বসেরা’

কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের দ্বিতীয় বিশ্বজয়ের অন্যতম সারথী ১৯ বছর বয়সী এই তরুণ। রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম বিশ্বকাপে দেশকে জেতানো ছাড়াও ইতোমধ্যে ক্লাব পিএসজির চোখের মনিতে পরিণত হয়েছেন তিনি। যার কারণে বর্তমান সময়ে তাকে মেসি-নেইমারদের সমকক্ষও হিসেবেও ভাবছেন অনেকে। সতীর্থ (জাতীয় দল) রাফায়েল ভারানে তো ইতোমধ্যে বলে দিয়েছেন, তিনি বাচ্চা এলিয়েন।আর রোনালদো-মেসিরা বড় এলিয়েন। 

যাই হোক, বিশ্ব ফুটবলবাসীকে স্বীকার করে নিতে হবে অল্প সময়ের ব্যবধানে মেসি-নেইমারদের অবস্থান নড়বড়ে করে দিতে টর্নেডো গতিতে ছুটছেন এমবাপ্পে। নিজেকে পরিচয় করে দেয়ার বিশ্বমঞ্চে (বিশ্বকাপ) বিশ্বতারকারার যেখানে নিষ্প্রাণ, সেখানে শেষ দুর্দান্ত গতিতে লড়েছেন ফ্রান্স তরুণ।  তাই তো, চার গোল করে রাশিয়া বিশ্বকাপে উদীয়মান তরুণের খেতাবটা জমা হয়েছে তার ঝুলিতে। 

এসব বিবেচনায় মোনাকোর সাবেক সতীর্থ তাইমিও ব্যাকইউকোর বিশ্বাস, ‘এই মুহুর্তে বিশ্বের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।’ আশ্চার্য হওয়ার মতো তথ্য হলো, সতীর্থকে এগিয়ে রাখতে মেসি-রোনালদোকে পাশ কাটিয়ে গেছেন তাইমিও।  বলেছেন, ‘আমি তার সাফল্যে মোটেও আশ্চর্য হইনি। কারণ আমি জানি সে কতটা পরিণত।’

এসময় সাবধানী বার্তা যোগ করে তাইমিও। বলেছেন, ‘মোটেও ভুলে গেলে চলবে না সে কতটা তরুণ। তারপরও অভিজ্ঞদের বোকা বানিয়ে সে মাঠে দ্রুতগতিতে ছুটছে, লড়ছে এবং জয় তুলে আনছেন। ‘

সর্বোপরি, এমবাপ্পের পাশাপাশি বিশ্বকাপজয়ী সতীর্থ কান্তে ও গিয়ার্ডের প্রশংসাও করেন তিনি। 

প্রসঙ্গত, সম্প্রতি মোনাকো ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন তাইমিও। মজার ব্যাপার হলো, সেখানে যোগ দিয়েই নতুন কোচ সাররির দেখা পেয়েছেন। আর এ নিয়ে বেশ রোমাঞ্চিত তাইমিও। প্রশংসা করেছেন নতুন কোচের। বলেছেন, ‘সে (সাররিও) সত্যিকার অর্থে ভালো কোচ। সে তার শিষ্যদের ফুটবল খেলায় এবং তা আক্রমণাত্মক।

প্রসঙ্গত (১), দ্বিতীয় রাউন্ডে এমবাপ্পের গতির কাছেই পরাস্ত হতে হয়েছিল আর্জেন্টিনা। তখনো অনেকে তাকে আর্জেন্টাইন সুপারস্টারের সাথে তুলনা করতে শুরু করেন। ব্যাপারটা খুব ভালো ঠেকেনি এমবাপ্পের কাছে। ফরাসী ফরোয়ার্ড স্পষ্ট করে বলে দেন,‘ উদাহরণ দেয়ার জন্য হলেও আমাকে মেসির সাথে তুলনা করবেন না। আমি সেরা কিন্তু মেসি বিশ্বসেরা। সে সবসময়ের জন্য সেরা। আমি কঠোর পরিশ্রম করে মেসি-রোনালদোর মতো হতে চাই। এবং আমি এখনো কঠোর পরিশ্রম করে যাচ্ছি।-গোল.কম

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর