ফখর জামানের বিশ্বরেকর্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৮, ০১:৫০ পিএম
ফখর জামানের বিশ্বরেকর্ড

আগের ম্যাচে প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে করেছেন ডাবল সেঞ্চুরি। ইমাম-উল-হককে সঙ্গে নিয়ে গড়েছেন ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ফখর জামানের সামনে আরেকটি বিশ্ব রেকর্ডের হাতছানি ছিল। অবশেষে মাঠে নেমে তাও করলেন।

আজ মাঠে নামার আগে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম (ইনিংসের হিসাবে) এক হাজার রান করার সুযোগ ছিলো ফখরের সামনে। ১৭ ইনিংসে তার রান ৯৮০। পরের তিন ইনিংসে ২০ রান করলেই তিনি গড়বেন নতুন রেকর্ড। তবে আর খেলতে হয়নি তিন ইনিংস।

রোববার (২২ জুলাই) অবশেষে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম (ইনিংসের হিসাবে) এক হাজার রান করে ফেললেন পাক ওপেনার।

এ ফরম্যাটের ক্রিকেটে দ্রুততম এক হাজার রান করার কীর্তি আছে ৫ জনের। সর্বপ্রথম এ রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজ কিংবন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস। পরে সেই তালিকায় নাম লেখান কেভিন পিটারসেন (ইংল্যান্ড), জোনাথন ট্রট (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ও বাবর আজম (পাকিস্তান)। প্রত্যেকেই এ কীর্তি গড়তে সময় নেন ২১ ইনিংস।

তবে আজ সবাইকে ছাড়িয়ে গেলন জামান। ১৮ ইনিংসেই এমন সাফল্যের দেখা পান পাকিস্তানি ওপেনার।

উল্লেখ্য, বর্তমানে জিম্বাবুয়েতে স্বপ্নের সময় অতিক্রম করছেন ফখর জামান। এই সিরিজে জামানের ইনিংসগুলো দেখুন- ৬০, ১১৭*, ৪৩*, ২১০*, আজ?

এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ৩৭/০, সাত ওভার ১বল। ফখর ২২ ইমাম-উল হক ১২।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর