জুভেন্টাসকে ‘ওল্ড লেডি’ বলার কারণ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৮, ০৫:৪৩ পিএম
জুভেন্টাসকে ‘ওল্ড লেডি’ বলার কারণ

জুভেন্টাস শব্দের অর্থ তারুণ্য। তারপরও দলটিকে কেন বলা হয় ওল্ড লেডিদের ক্লাব? এ নিয়ে অনেক গল্প থাকলেও প্রকৃত ঘটনা হচ্ছে এটি ইতালির সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী ক্লাব। ১ নভেম্বর, ১৮৯৭ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ১২০ বছর আগে এটির জন্ম।

এখন প্রশ্ন হতে পারে, তাহলে তো জুভেন্টাসকে ‘ওল্ড ক্লাব’ও বলা যেতে পারে। কিন্তু ওল্ডের সঙ্গে লেডি কেন যুক্ত করা হল? শেষ পর্যন্ত এমন প্রশ্নের উত্তর উদঘাটন করেছে ইউকের প্রথম সারির সংবাদ মাধ্যম ডেইলিস্টার ইউকে। মূলত ক্লাবের প্রতি সমর্থকদের প্রেম-ভালোবাসার প্রখরতা দেখে সবাই এটিকে ওল্ড লেডি হিসেবে ডাকা-ডাকি শুরু করে।  লেডি শুধুমাত্র প্রতীকি শব্দ, যা একপ্রকার মজা এবং ভক্তদের ভালোবাসা থেকেই উৎপত্তি।

প্রসঙ্গত, সিরিআ লিগের ক্লাবটি ওল্ড লেডি ছাড়াও জুভেন্টাস, জুভু, জুভেন্টাস তুরিন,জুভেন্টাস তুরিও ও এফসি জুভেন্টাস নামে ডাকা হয়।-ডেইলিস্টার ইউকে

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর