ভারতের বিপক্ষে টেস্টে ফিরছেন ইংল্যান্ডের ওয়ানডে হিরো


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০১৮, ০৮:০১ পিএম
ভারতের বিপক্ষে টেস্টে ফিরছেন ইংল্যান্ডের ওয়ানডে হিরো

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইংল্যান্ড দলে ডাকা হতে পারে লেগ স্পিনার আদিল রশিদকে। বৃহস্পতিবার (১৯ জুলাই) এমনই ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস। 

ইংল্যান্ড কোচ রশিদ সম্পর্কে বলেন, ‘এই বছরটিতে ওকে আমি ওর ক্যারিয়ারের সেরা বোলিং করতে দেখেছি। ওয়ানডে ক্রিকেটেও গত কয়েক  বছর ধরে  ভালো বল করছে,তবে তার নিয়ন্ত্রণ ও তার ধারাবাহিকতাও ধরে রেখেছে। যতদিন আমি ওকে দেখছি এটাই ওর সেরা পারফরম্যান্স।’

২০১৬র ডিসেম্বরের পর আদিল রশিদ টেস্ট দলে জায়গা পাননি। মোট ১০টি টেস্ট খেলেছেন তার ক্যারিয়ারে। এতদিন ৫০ ও ২০ ওভারের ম্যাচই খেলেছেন। এই মৌশুমে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি২০তে রশিদই সফল বোলার। তার সংগ্রহ ২৫ উইকেট। 

বেলিস বলেন, ‘আমি নিশ্চিত নই নির্বাচক স্মিথ আদিলের সঙ্গে কথা বলেছে কিনা। এই বছর ও নিজেকে প্রমাণ করেছেন। এমনটা অতীতে হয়েছে জস বাটলারের সঙ্গে। তাই আমি নিশ্চিত ওকে নিয়ে আলোচনা হবে।’

রশিদ নিজেকে এই সম্ভাবনা থেকে বাদ দেননি। "এই মুহূর্তে আমি সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করছি," তিনি বলেন, "কিন্তু এর মধ্যে যদি কিছু আসে তবে আমি খুশি হব।"

সুত্র.আইসিসির অফিসিয়াল ফেইজ থেকে

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর