টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন ফখর জামান


আব্দুস ছালাম প্রকাশিত: জুলাই ২০, ২০১৮, ০৫:৪৮ পিএম
টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন ফখর জামান

ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান পেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন ওপেনার ফখর জামান।

এতদিন পাকিস্তানের ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ওয়ানডে ইনিংসের রেকর্ড ছিল সাঈদ আনোয়ারের। ১৯৯৭ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে তিনি করেছিলেন ১৯৪। শুক্রবার অপরাজিত ২১০ রান করে সাঈদ আনোয়ারের ২১ বছরের অক্ষত রেকর্ডটা ভেঙে দিলেন ফখর জামান। শুধু তাই নয়।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ফরমেটে ভারতের শচীন টেন্ডলকার প্রথম ডাবল সেঞ্চুরি করেন। এমন রকের্ডটি প্রথম টেন্ডুলকারই করেন। তিনি সেই ম্যাচে ২০০ রান করেন। আজ ফখর জামান ২১০ রান করেন। আর তাতে অতিক্রম করেন টেন্ডুলকারের ২০০ রান। 

২০০ রান অতিক্রম করার ম্যধ্য প্রথমে রয়েছেন রোহিত শর্মা (ভারত)। তার ওয়ানডে সর্বোচ্চ রান ২৬৪ শ্রীলঙ্কার বিপক্ষে। ‘হিট ম্যানের’ একদিনের ক্রিকেটে ডাবল শতক রয়েছে তিনট। এমন রেকর্ডটি কেবল তারই ঝুলিতে রয়েছে। 

দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নিউজিল্যান্ডের মার্টিন গাফটিল। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রান করেন।

তৃতীয়স্থানে রয়েছেন ভারতের বীরেন্দ্র শেবাগ। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রান করেছেন।

চতুর্থস্থানে রয়েছেন ক্রিস গেইল। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করেছেন।

পঞ্চমস্থানে রয়েছেন ফখর জামান। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ২১০ রান অপরাজিত ছিলেন।

ষষ্ঠস্থানে রয়েছেন যিনি প্রথম ওডিআইতে ডাবল সেঞ্চুরি করেছিলেন সেই শচীন টেন্ডুলকার।

গোনিউজ২৪/এএস


 

খেলা বিভাগের আরো খবর