৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০১৮, ১০:৫৩ এএম
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ!

ফ্রান্স-ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়ে আপতদৃষ্টিতে শেষ হলো রাশিয়া বিশ্বকাপ। চার বছর বিরতিতে ২০২২ সালে ফের অনুষ্ঠিত হবে ২২তম বিশ্বকাপ। বলা যায় আগামী বিশ্বকাপ শুরু হতে সময় এখনো ঢের বাকি। তবুও কাতার বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার। 

সম্প্রতি এ বিষয়ে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো জানান, আগামী বিশ্বকাপ নিয়ে আয়োজক দেশ কাতারের সঙ্গে নিয়মিতও আলোচনা হচ্ছে ফিফার। যেখানে ঐতিহ্যবাহী ৩২ দলের ফরম্যাট থেকে বেরিয়ে ৪৮ দল ফুটবল বিশ্বকাপকে আরও প্রসারিত করবে।

ফিফা বস অবশ্য আগেই ২০২২ সালের টুর্নামেন্টে দিন-তারিখ নির্ধারণ করে দিয়েছেন। যেখানে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এক মাসেরও কম সময়ে এই প্রতিযোগিতা আয়োজন হবে।

এদিকে ২০২৬ সালের বিশ্বকাপকে ফিফা আগেই ৪৮ দলের অনুমোদন দিয়ে রেখেছে। যা আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে। তবে কাতারের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাদের দেশটি তুলনামূলক ছোট হওয়ায়। যেখানে ৪৮ দলের খেলা হলে ১৬টি ম্যাচ বেড়ে যাবে। টুর্নামেন্টে ৬৪ ম্যাচের পরিবর্তে হবে ৮০টি ম্যাচ।

কাতার অবশ্য ফিফার আগেই ৪৮ দলের অংশগ্রহনের ব্যাপারটিতে সায় দিয়েছে। শুধু মতামত দিয়েই নয়, এই ফরম্যাটে তারা প্রস্তুতও।
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর