দুঃসংবাদ ইংলিশ শিবিরে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ১০:০৫ পিএম
দুঃসংবাদ ইংলিশ শিবিরে

ভারত-ইংল্যান্ড তিনটি ওয়ানডে সিরিজের ইতোমধ্যে দু‘টি ম্যাচ শেষ হয়েছে। দুই দলই রয়েছেন সমানে সমানে। তবে শেষ ম্যাচের আগেই দুঃসংবাদ ইংলিশ শিবিরে। হাতের ইনজুরির কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অন্যতম ব্যাটিং স্তম্ভ জেসন রয়।

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন এই ইংলিশ ওপেনার। লর্ডসে ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় কভারে ফিল্ডিং করছিলেন রয়। ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার একটি বল কাট করলে তা ফেরাতে গিয়ে আঙ্গুলে ব্যাথা পান তিনি।

ওই সময় তার আঙ্গুল থেকে রক্তক্ষরণও হয়। ইংলিশ ক্রিকেট বোর্ড থেকেও জানানো হয়েছে আঙ্গুলের চোটের কারণে তৃতীয় ম্যাচে অনিশ্চিত রয়। 

তার পরিবর্তে দলে ডাকা হয়েছে আরেক মারকুটে ব্যাটসম্যান জেমস ভিনসকে।

এদিকে, আরেক ব্যাটসম্যান অ্যালেক্স হেলসও রয়েছেন মাঠের বাইরে। তিনি সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

এখন তিনি রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। হেলসের পর রয়ের ইনজুরি ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য হতাশার সংবাদই। অন্যদিকে রয়ের পরিবর্তে দলে ওপেনিং কে করবেন তা নিয়েও রয়েছে দুশ্চিন্তা।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর