জিম্বাবুয়েকে উড়িয়ে দিল পাকিস্তান


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ০৮:০৩ পিএম
জিম্বাবুয়েকে উড়িয়ে দিল পাকিস্তান

সোমবার (১৬ জুলাই) পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সময় দুপুর ১:১৫-তে মুখোমুখি হয় পাকিস্তান-জিম্বাবুয়ে। 

এই ম্যাচটিতেও পাকিস্তানি বোলারদের বিপক্ষে বলার মতো কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি হ্যামিলটন মাসাকাদাজার নেতৃত্বাধীন দলটি। খেলতে পারেনি নির্ধারিত ৫০ ওভারও। ফলে ৪৯ ওভারে ২ বলে সবকটি উইকেট হারিয়ে সরফরাজদের লক্ষ্য দেয় ১৯৫ রানের। জবাবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান, ১৪ ওভার হাতে রেখে।

বুলাওয়েতে এদিন প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তাণ্ডবে দিশেহারা হয়ে যায় জিম্ববুয়ের ব্যাটসম্যানরা।

জিম্বাবুয়ের হয়ে অধিনায়ক হ্যামিলটন মাসাকাদাজার সর্বোচ্চ ৫৯, পিটার মুরের ফিফটি এবং তারিসাই মুসাকান্দা ৩৪ রান ছাড়া বাকিরা ছিরেন আসা-যাওয়ার মাঝে। ফলে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারায় জিম্ববুয়ে। 

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি দুই ওপেনারের ব্যাটিং দেখে মনে হয়েছে কোন উইকেটের পতন ছাড়াই জিতবে পাকিস্তান। হয়েছিলোও তাই। তবে দলীয় ১১৯ রানের সময় ব্যক্তিগত ৪৪ করে রান আউট হয়ে কাটা পড়েন ইমাম-উল হক। 

একপ্রান্ত থেকে বিধ্বংসী ব্যাট চালাচ্ছেন ফখর জামান। ইমামের বিদায়ের পর ব্যাট হাতে আসেন বাবার আজম। পরে ৩৬ ওভার খেলে বাবর আজমের অপরাজিত ২৯/৩৬ এবং ফখর জামানের অপরাজিত ১১৭/১২৯ জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

পাকিস্তানের হয়ে চারটি করে উইকেট নেন ওসমান খান ও হাসান আলী। এছাড়া একটি করে উইকেট নেন শোয়েব মালিক ও ফখর জামান।

অপরাজিত সেঞ্চুরি হাঁকানো ওপেনার ফখর জামান হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

উল্লেখ্য ,  ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে নিল ২-০ এর লিড। 

 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর