বাটলার-স্টোকের তাণ্ডবে কোহলিদের বড় লক্ষ্য দিল ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০১৮, ০৯:১৯ পিএম
বাটলার-স্টোকের তাণ্ডবে কোহলিদের বড় লক্ষ্য দিল ইংল্যান্ড

বৃহস্পতিবার (১২ জুলাই) ট্রেন্টব্রিজে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফলে ব্যাট হাতে তাণ্ডব চালায় বেন স্টোক ও জস বাটলার। দু‘জনের জোড়া ফিফটির ওপর ভর করে কোহলিদের ২৬৯ রানের লক্ষ্য দেয় স্বাগতিক ইংল্যান্ড। 

এদিন প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দুই পেনরা জেসন রয় ও জনি বেয়ারস্টো। দু‘জনে মিলে গড়েন ৭৩ রানের জুটি।  উমেশ যাদবের বলে ব্যক্তিগত ৩৮ রানের মাথায় প্রথম শিকার হন জেসন রয়।  তার ফিরে যাওয়ার পর সমান রান করে (৩৮) যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার বেয়ারস্টো।  আর তাতে কিছুটা চাপে পড়ে ইংলিশরা। 

এরপর জো রুট ৩ এবং অধিনায়ক মরগান ১৯ রান করে ফিরলে দলের হাল ধরেন বেন স্টোক ও জস বাটলার। দু‘জনেই ফিফটি করে বিদায় নেন।  এ দু‘জনের ব্যাটেই বড় সংগ্রহের দিকে যায় ইংল্যান্ড। 

পরে মঈন আলীর ২৪ এবং আদিল রশিদের ২২ রান ইংলিশদের স্কোর বোর্ড বড় করতে সাহায্য করে। ফলে ৪৯ ওভারে ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্র করে স্বাগতিকরা। 

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর