অবশেষে বিদায় মেসিদের কোচ সাম্পাওয়ালির


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০১৮, ০৬:৪৬ পিএম
অবশেষে বিদায় মেসিদের কোচ সাম্পাওয়ালির

রাশিয়ায় ২১তম বিশ্বকাপে ফেভারিট হিসেবেই অংশগ্রহন করেছিলেন মেসিরা।  তবে মাঠের পারফরম্যান্স দেখে বিশ্বাসই করা কঠিন হয়ে পড়েছে আর্জেন্টাইন ভক্তদের। রাশিয়ায় নিজেদের প্রমাণ করতে ব্যর্থ  হলেন মেসিরা। হোর্হে সাম্পাওলির অধীনে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।  ভক্তদের দাবি কোচ সাম্পওয়ালির দূরদর্শিতার অভাবেই এমন ভরাডুবি হয়েছে মেসিদের। 

এরপরই প্রশ্নটা উঠেছিল, কোচ নিজে সরে দাঁড়াবেন, নাকি তাকে ছাঁটাই করা হবে? পরে শোনা গিয়েছিল, আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। কিন্তু নতুন গুঞ্জন এসে হাজির হয়েছে আজ, আর্জেন্টিনার কোচ হিসেবে নাকি আর দেখা যাবে না সাম্পাওলিকে।

সোমবার এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকে বসেন সাম্পাওলি। সেখানেই নাকি সিদ্ধান্ত হয়, আপাতত আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেবেন তিনি। ২৮ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত স্পেনের ভ্যালেন্সিয়ায় বয়সভিত্তিক দলের একটি টুর্নামেন্ট আছে। সেখানে অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে সাম্পাওলির পারফরম্যান্স দেখেই তাকে মেসিদের কোচ হিসেবে রাখা হবে কি না, এ সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১১ জুলাই) প্রকাশিত খবরে জানা গেছে, সাম্পাওলি নাকি ভেবেচিন্তে দেখেছেন, এ দায়িত্ব নেওয়া তার মাপের কোচের সঙ্গে ঠিক যায় না। আর এ কারণেই অনূর্ধ্ব-২০ দলের হয়ে টুর্নামেন্টে যাবেন না তিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নাকি এ ঘটনার পর সাম্পাওলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যেই নাকি সাম্পাওলির বিদায়ের ঘোষণা আসতে পারে। সমস্যা হচ্ছে, সাম্পাওলির সঙ্গে এএফএর যে চুক্তি, সে অনুযায়ী চাকরিচ্যুত হলে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন সাম্পাওলি! তবে, এএফএ সর্বোচ্চ এই বছরের শেষ পর্যন্ত বেতন দিতে আগ্রহী। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর