বার্সার প্রথম পছন্দ হ্যাজার্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০১৮, ০৫:২৫ পিএম
বার্সার প্রথম পছন্দ হ্যাজার্ড

বিশ্বকাপ প্রায় শেষের পথে। কয়েকদিন পরই ফুটবলাররা আবার ব্যস্ত হয়ে যাবে ক্লাব নিয়ে। ক্লাব গুলোও এখন দল গোছাতে ব্যস্ত। দলবদলের হিরিক পড়েছে গোটা ইউরোপ জুড়ে। ইতোমধ্যে রোনালদো রিয়াল ছেড়েছেন। গুঞ্জণ উঠেছে রিয়াল ছাড়তে পারেন মার্সেলো। এদিকে রোনালদোর ক্ষতি পুষিয়ে নিতে রিয়ালে আনা হতে পারে নেইমার ও এমবাপ্পেকে। 

শোনা যাচ্ছে রোনলদো জুভেন্টাসে আসায় ক্লাব ছাড়তে পারে দিবালা। কুতিনহোর বার্সা ছাড়ার গুঞ্জণও ডালাপালা ছড়িয়েছে। মেসি-সুয়ারেজের সাথে তৃতীয় একজন বিশ্বমানের স্ট্রাইকার বার্সার খুব দরকার সেই অভাব পূরণ করতে দীর্ঘদিন বিভিন্ন জনের নাম শোনা গেলেও শেষ পর্যণ্ত বাস্তবায়ন হয়নি। তবে বার্সা ম্যানেজমেন্টের বর্তমান নজর চেলসি ও বেলজিয়াম স্টার ইডেন হ্যাজার্ডের দিকে। 

সর্বশেষ মৌসুমে বার্সা লা লিগা ও কোপা ডেল রে জিতলেও শেষ আটে রোমার সাথে দ্বিতীয় লেগে হোচট খেয়ে শেষ হয় উয়েফা জয়ের স্বপ্ন।তাই গতিশীল একজন স্ট্রাইকারের দিকে নজর বার্সার। সেই তালিকায় প্রথমে রয়েছেন হ্যাজার্ড। 

এদিকে মিডফিল্ডার পাওলিনহো চায়নায় ও ইনিয়েস্তা জাপানি ক্লাবে যোগ দানের কারণে বার্সা এখন তাদের শূণ্যস্থান পূরণ করতে মরিয়া। সেক্ষেত্রে হ্যাজার্ডের মতো ফর্মের তুঙ্গে থাকা একজন আক্রমণ ভাগের প্লেয়ারকে দলে চাইবে বার্সা। দেখা যাক রোনালদোর মতো শেষ পর্যন্ত হ্যাজার্ড গুঞ্জণ সত্যি হয় কিনা!  

গোনিউ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর