শোয়েবের রেকর্ড ভাঙার অপেক্ষায় মাশরাফি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০১৮, ০৯:৩২ পিএম
শোয়েবের রেকর্ড ভাঙার অপেক্ষায় মাশরাফি

উপমহাদেশ বরাবরই পেসারদের জন্য বৈরী কন্ডিশন। তবুও ক্রিকেট দুনিয়ায় এশিয়ার দলগুলো কম দানবীয় পেসার উপহার দেয়নি। সর্বোচ্চ উইকেট শিকারি বোলারও উপমহাদেশের। তিনি আর কেউ নন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। ওডিআই ক্যারিয়ারে মোট ৫০২ উইকেট নেয়া এই ফাস্ট বোলারকে এখন পর্যন্ত কোন পেসার পেছনে ফেলতে পারেননি।

বিশ্বের সর্বোচ্চ গতির বোলার উপমাহদেশের। ক্রিকেট দুনিয়া যাকে চীরদিন মনে রাখবে। এছাড়া ওয়াকার ইউনিস, চামিন্ডা ভাস, ইমরান খানের মতো কিংবদন্তিরা উপমহাদেশের স্পিন কন্ডিশনে গতি আর সুইং দিয়ে অধিপত্য বিস্তার করেছেন। এবার তাদের কাতারে আসতে যাচ্ছে বাংলার ‘নড়াইল এক্সপ্রেস’। বাংলাদেশের প্রথম গতি তারকা তিনি। বর্তমান বাংলাদেশ দলের ওডিআই অধিনায়ক আর মাত্র ১০ উইকেট পেলেই ওডিআই ক্রিকেটে টপকে যাবেন গতি দানব ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আকতারকে। 

বর্তমানে মাশরাফির উইকেট ২৩৮টি আর শোয়েব আখতারের উইকেট ২৪৭টি।শুধু শোয়েব নন, মাশরাফি ছাড়িয়ে যেতে পারেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (২৫৩ উইকেট) এবং পাকিস্তানের অলরাউন্ডার আব্দুল রাজ্জাককেও (২৬৫ উইকেট)। তবে সেটা তখনি সম্ভব যদি ম্যাশ ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত নিয়মিত খেলেন। তবে আপতত আর মাত্র ১০ উইকেট পেলেই মাশরাফি শোয়েবকে টপকানোর পাশাপাশি এশিয়ার সেরা ১০ পেসারের তালিকায় নাম লেখাবেন। 

১৮৭টি ওয়ানডেতে ৪.৭৮ ইকোনমি রেট এবং ৩১.১৮ গড়ে মোট ২৩৮ উইকেট নিয়েছেন ম্যাশ। বাংলাদেশের হয়েও ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলারও তিনি।

এক নজরে দেখে নেওয়া যাক এশিয়ার সেরা দশ পেসার-

১.ওয়াসিম আকরাম (পাকিস্তান) ৫০২ উইকেট

২. ওয়াকার ইউনিস (পাকিস্তান) ৪১৬ উইকেট

৩. চামিন্দা ভাস (শ্রীলংকা) ৪০০ উইকেট

৪. জাভাগল শ্রীনাথ (ভারত) ৩১৫ উইকেট

৫. লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা) ৩০১ উইকেট

৬. অজিত আগারকার (ভারত) ২৮৮ উইকেট

৭. জহির খান (ভারত) ২৮২ উইকেট
 
৮. আব্দুল রাজ্জাক (পাকিস্তান) ২৬৫ উইকেট

৯. কপিল দেব (ভারত) ২৫৩ উইকেট১০। 

১০. শোয়েব আখতার (পাকিস্তান)২৪৭ উইকেট

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর