আইপিএল চালিয়ে যাবেন ডি ভিলিয়ার্স


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০১৮, ০৮:১৭ পিএম
আইপিএল চালিয়ে যাবেন ডি ভিলিয়ার্স

গত এক দশক যাবত ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মিঃ ৩৬০ ডিগ্রি খ্যাত ডি ভিলিয়ার্স। বিদায়ী ঘোষণাতে দক্ষিণ আফ্রিকার দল টাইটান্সের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন তিনি। 

তবে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলবেন কিনা তার স্পষ্ট করে না বললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স জানায় ,`আমি আরও কয়েক বছর আইপিএল খেলব, এবং আমি টাইটানস খেলতে চাই, তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে চাই। তবে ঠিক কতদিন খেলা চালিয়ে যাবো তা বলতে পারবো না।’

যদিও অবসরের সময়ে ডি ভিলিয়ার্স বলেছিলেন,‘বিদেশি লিগ খেলার কোন পরিকল্পনা আমার নেই।কিছুদিন ঘরোয়া ক্রিকেটে টাইটান্সের হয়ে খেলতে চাই।’

নিজের বিশ্বকাপ অপূর্ণতা  নিয়ে সাবেক এই প্রোটিয়া অধিনায়ক বলেন,‘২০০৭ সালে আমি প্রথম বিশ্বকাপ খেলি। সেটা ছিলো আমার জন্য দারুণ অভিজ্ঞতা। তবে, সর্বশেষ বিশ্বকাপে আমরা জয়ের জন্য খেলেছি। দূর্ভাগ্যজনকভাবে নিউজিল্যান্ডের সাথে সেমিতে হেরেছি। কিন্তু জয়ের জন্য সম্ভাব্য সব চেষ্টা আমরা করেছি।’

বিশ্বকাপ না জেতাটা ক্যারিয়ারের অপূর্ণতা হিসেবে দেখছে না বিশ্বের দ্রুততম এই সেঞ্চুরিয়ান। এ ব্যাপারে তার বক্তব্য ‘বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ার মাপা যাবে না। আমি আমার খেলোয়াড়ি জীবন নিয়ে সন্তুষ্ট।’

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর