ফের ব্যর্থ সৌম্য, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০১৮, ১১:৪৯ এএম
ফের ব্যর্থ সৌম্য, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম দুটি ম্যাচ ড্র হয়। সিলেটে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে মঙ্গলবার (১০ জুলাই) সাড়ে নয়টায় তৃতীয় অলিখিত টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ 'এ' দল। 

চারদিনের এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ মিথুন।

ইনিংসের গোড়াপত্তন করেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম। ব্যক্তিগত ৯ রানের মাথায় শ্রীলঙ্কর উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ওপেনার সাদমান ইসলাম।

সাদমানের পর সৌম্য সরকারের সাথে ক্রিজে যোগ দেন মিজানুর রহমান। ব্যক্তিগত ১৪ রানের মাথায় কাটা পড়েন সৌম্য।

ব্যাট হাতে আসেন অলরাউন্ডার মিরাজ। এরপরের ওভারেই সাজঘরে ফেরেন মিরাজও। তিনিও বিদায় নেন ১৪ রান করে। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বর্তমানে ব্যাকফুটে আছে বাংলাদেশ দল। এখন ক্রিজে আছেন সাইফ হাসান ও জাকির হাসান।

উল্লেখ্য, লঙ্কানদের বিপক্ষে গত দুই ম্যাচে নেতৃত্বে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার সময় সেই দুই ম্যাচ ড্র হয়েছে।

তৃতীয় টেস্টে খেলছেন না মোসাদ্দেক। তাই তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে মিথুনের ঘাড়ে। এদিকে এই ম্যাচে খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ- সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মিজানুর রহমান, সাদমান ইসলাম, জাকির হাসান (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সানজামুল ইসলাম, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর