কার্লোসের গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৮, ০৯:৫৬ পিএম
কার্লোসের গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকে

রস্তোভ অ্যারেনায় শনিবার (২৩ জুন) তিন ম্যাচের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। শুরু থেকেই দারুণ খেলছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। প্রথম থেকে দুই দলই গোল করার বেশ কয়েকটা সুযোগ পেয়েছে। তবে কাজে লাগাতে পারেনি কোনো দল। ২৫ মিনিটের সময় পেনাল্টি পায় মেক্সিকো। কার্লোস ভেলা গোল করে ১-০ গোলে এগিয়ে দিলেন প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারানো মেক্সিকান দলকে। পরে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে ১-০ তে এগিয়ে প্রথমার্ধ শেষ করলো মেক্সিকো।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে মেক্সিকো ১৫ নম্বরে। ৫৭ নম্বরে দক্ষিণ কোরিয়া। কিন্তু মেক্সিকোই তো প্রথম ম্যাচে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল জার্মানিকে হারিয়ে ভিন্ন উদাহরণ তৈরি করল। যেটি হতে পারে কোরিয়ানদের জন্য প্রেরণা। কিন্তু ফুটবল ঐতিহ্যে অনেক এগিয়ে থাকা মেক্সিকানদের জন্য তো আরো বড় প্রেরণা এখন।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর