অস্ট্রেলিয়া-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৮, ০১:০১ পিএম
অস্ট্রেলিয়া-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

টেস্ট-টি টোয়েন্টি যেমনই হোক না কেন একদিনের ওয়ানডে ক্রিকেটে আশা জাগানিয়া দল বাংলাদেশ। যদিও এখন পর্যন্ত বড় কোন টুর্নামেন্ট জিততে পারেনি দলটি। তবুও চেষ্টা চলছে ধীরে ধীরে নিজেদের উন্নতি করতে।  

এদিকে একটি পরিসংখ্যানে উঠে এসেছে ২০১৫ বিশ্বকাপের পর ক্রিকেট পরাশক্তি পাকিস্তান-অস্ট্রেলিয়ার চেয়ে জয়ের হারে এগিয়ে মাশরাফি বিন মর্তুজার দল। অন্যদিকে অস্ট্রেলিয়ার অবস্থা যাচ্ছে- তাই। গত ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নাম্বারে নেমে গেছে অজিরা। হিসাব বলছে, ২০১৫ সালের বিশ্বকাপের পর ১৬ ম্যাচের ১৪টিতেই হেরেছে তারা। আর তাতে দলটি জয় পেয়েছে শতকরা ৪৭ ভাগ ম্যাচে। যেখানে বাংলাদেশ জিতেছে ৫০ ভাগ ম্যাচ। এই তালিকায় টাইগারদের থেকে পিছিয়ে আছে পাকিস্তানও। তারা জিতেছে ৪৮ ভাগ ম্যাচ। শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ আরো অনেক বেশি পিছিয়ে। শ্রীলঙ্কা ৩১ আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২৬ শতাংশ ম্যাচ।
 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর