ম্যাচের আগে বড় দুঃসংবাদ ব্রাজিলের, ছিটকে গেলেন সেরা তারকা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০১৮, ০৫:১৪ পিএম
ম্যাচের আগে বড় দুঃসংবাদ ব্রাজিলের, ছিটকে গেলেন সেরা তারকা

সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ড্র করার পর কোস্টারিকার বিপক্ষে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন ব্রাজিলের রাইট-ব্যাক দানিলো। তাই তার পরিবর্তে আজ কোস্টারিকার বিপক্ষে শুরু থেকেই মাঠে দেখা যাবে কোরিন্থিয়াসের ফ্যাগনারকে।

ইতিমধ্যেই দানিলোর ম্যাচ মিস করার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তবে ইনজুরি এতটা গুরুতরও নয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন দানিলো।

এক বার্তায় সিবিএফ জানিয়েছে, ‘ট্রেনিং করার সময় ডান নিতম্বের পেশীর চোটে পড়েছেন ম্যানচেস্টার সিটির রাইট ব্যাক দানিলো। ব্রাজিলিয়ান দলের চিকিৎসক রদ্রিগো লেসমারের অধীনে ইতিমধ্যেই দানিলো তার চোট নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আর তার সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা বিভাগের অধীনে এই প্রক্রিয়া চলতে থাকবে।’

দানিলোর চোট দলে সুযোগ করে দিয়েছে ২৯ বছর বয়সী ফ্যাগনারকে। ২০১৭ সালে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামার সুযোগ হয়েছে এই রাইট-ব্যাকের।

বিশ্বকাপের আগেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন অভিজ্ঞ রাইট-ব্যাক দানি আলভেজ। 

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর