বিশ্বসেরা ৭ ক্রিকেটার ও তাদের আইডলরা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০১৮, ১২:৪৭ পিএম
বিশ্বসেরা ৭ ক্রিকেটার ও তাদের আইডলরা

নিজেদের গুণে আজ তারা অনেক উপরে। শুধু উপরে নয়, বলতে হবে অনেক উপরে। তাদের হাত ধরে বিশ্বের মানচিত্রে নিজের দেশের পতাকাটা উঠছে স্ব-গৌরভে। তারা বর্তমান ক্রিকেট দুনিয়ায় অনেক তরুণদের আইডল। কিন্তু কথা হলো, তাদের আইডল কে?

বিরাট কোহলি: বর্তমান বিশ্বের সবচেয়ে স্টাইলিশ এবং ক্ষমতাধর ব্যাটসম্যানের তালিকায় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বর্তমানে তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছেন। আর কোহলিও কিন্তু একজনকে আইডল মানেন এবং তিনি হচ্ছেন তারই দেশের ক্রিকেট লিজেন্ড শচিন টেন্ডুলকার। 

মাইকেল ক্লার্ক: বিশ্বের অনেক প্লেয়ারই আইডল মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে। তবে আপনি জানেন কি, এই ক্লার্কের প্রিয় ব্যক্তি ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা।

শচিন টেন্ডুলকার: বিরাট কোহলির পছন্দের আইডল শচিন টেন্ডুলকার। কিন্তু কথা হলো, শচিন টেন্ডুলকারের পছন্দের আইডল কে? এ তালিকায় তিনজনকে রেখেছেন ভারতের সাবেক অধিনায়ক।  তারা হচ্ছেন, স্যার ভিভ রিচার্ডস, সুনীল গাভাস্কার ও সানদ্বীপ পাতিল। 

আফ্রিদি: পাকিস্তানের সাবেক লিজেন্ড সাঈদ আনোয়ারকে আইডল মানেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। 

মোস্তাফিজুর রহমান: হঠাৎ বাংলাদেশ ক্রিকেটে এসে সবাইকে চমকে দেন মোস্তাফিজুর রহমান। একে একে কুপোকাত করেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের। তখন মিডিয়াগুলো মোস্তাফিজের কাছে জানতে চাইলেন, কার কাছ থেকে এমন তালিম নিলেন তিনি। কে তার গুরু। তখন মোস্তাফিজ একটি নাম সবার সামনে বলেন। তা হলো, পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। বলেন, আমিরই তার আইডল। তাকে অনুসরণ করে বদলে গেছেন তিনি। 

মহেন্দ্র সিং ধোনি: ব্যাট ও উইকেটে পেছনে বেশ শক্তিমত্তার অধিকারী ছিলেন সাবেক অজি প্লেয়ার অ্যাডাম গিলকিস্ট। আর তাকেই আইডল মানেন সাবেক ভারতীয় অধিনায়ক। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর