অগ্নিপরীক্ষার রাতে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ


তারিকুল প্রকাশিত: জুন ২১, ২০১৮, ১০:৩৭ এএম
অগ্নিপরীক্ষার রাতে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ

আসরের অন্যতম ফেভারিট ধরা হয় তাদের কিন্তু এখন গ্রুপ-পর্ব পেরোনো নিয়েই শঙ্কা। তুলনামূলক খর্ব শক্তি আইসল্যান্ডের বিপক্ষে ড্র করার পর রাজ্যের সব চাপ এখন আর্জেন্টাইন ফুটবলারদের উপর। নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারলেই ব্যাগ গোছানোর জন্য প্রস্তুতি নিতে হবে মেসিদের। বৃহস্পতিবার (২১ জুন) দিনের তৃতীয় ম্যাচটি তাই মেসিদের জন্য অগ্নিপরীক্ষা। 

আর্জেন্টিনার জন্য টিকে থাকার লড়াই হলেও ক্রোয়েশিয়ার জন্য ম্যাচটি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার মিশন। ক্রোয়েশিয়ার জন্য চাপে থাকা আর্জেন্টাইনদের হারানো এটাই মোক্ষম সুযোগ। বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়ার নিজনি নভগোর্ডে মুখোমুখি হবে দু’দল। 

কোচের বক্তব্য
আর্জেন্টিনা
মেসির উপর চার কমাতে চান কোচ সাম্পাওলি। আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসের পর অনেকেই মেসিকে দোষারোপ করলেও এর পক্ষে নয় কোচ।  সাম্পাওলি বলেন,‘ খেলাটা দলীয়, দায়টাও সবার সমান। আমরা আইসল্যান্ডের সাথে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি, কিন্তু সেটা একটা মাত্র ম্যাচ ছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে সবাই একটা দল হয়েই ভালো খেলতে হবে।’

ক্রোয়েশিয়া
জিতলেই দলটির শেষ ১৬ নিশ্চিত।  ক্রোয়েশিয়ার কোচ ডালির মতে। ‘ম্যাচে চাপে থাকবে আর্জেন্টিনা। আমাদের হারানো কিছুই নেই। জিতলে শেষ ১৬ নিশ্চিত।  বড় দলগুলোর সাথে খেললে তারাই চাপে থাকে। আমি ছেলেদের বলবো তোমরা খেলাটা উপভোগ করো।’

পরিবর্তন
দুই দলেই আসতে পারে পরিবর্তন। দায়িত্ব নেওয়ার পর কখনোই পরপর দুই ম্যাচে একই একাদশ খেলাননি সাম্পাওলি। আজও আর্জেন্টিনা একাদশে আসতে পারে কিছু পরিবর্তন, খেলতে পারেন ক্রিশ্চিয়ান পাভন।  ইনজুরি সমস্যা ভোগা ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নামতে পারবেন না নিকোলা কালিনিচ, দেশে ফিরে গেছেন তিনি।

হেড টু হেড
ম্যাচ-৪
আর্জেন্টিনা-২
ক্রোয়েশিয়া-১
ড্র-১

উল্লেখ্য, বিশ্বকাপে দুই দলের একবারের দেখায় জিতেছে আর্জেন্টিনা।  

সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা- কাবায়েরো, সালভিও, ওটামেন্ডি, মার্কাদো, তালিয়াফিকো, মাসচেরানো, আকুনা, পাভন, মেসি, দিবালা, আগুয়েরো।

ক্রোয়েশিয়া- সুবাসিচ, চোরলুকা, লভ্রেন, ভিদা, স্ট্রিনিচ, রাকিটিচ, কোভাচিচ, পেরিসিচ, মদ্রিচ, ক্রামারিচ, মানজুকিচ।

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর