প্রিন্স হ্যারিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৮, ০২:২৮ পিএম
প্রিন্স হ্যারিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেন

তিউনিসিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে বাজিমাত করেছে ইংল্যান্ড। সবার নজর যখন ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির দিকে তখন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় হাসিল করেছে ইংল্যান্ড। কিন্তু প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ২-১ হারিয়ে রাশিয়াতে নিজেদের ব্রিটিশ জ্যাক গেড়েছেন গ্যারেথব্রিগেড৷ ম্যাচটিতে ব্রিটিশদের হয়ে দুটি গোলই করেন অধিনায়ক হ্যারি কেন৷ অতিরিক্ত সময়ে কেন হেডে করে ইংল্যান্ডকে জয় এনে দেওয়ার ঘটনাটির সাক্ষী থাকলেন ২১.৩ মিলিয়ন দর্শক৷

সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন ইংল্যান্ডের প্রিন্স হ্যারি এবং মেগ্যান মর্কেল৷ ব্রিটেনের রাজকুমারের বিয়ের ঘটনা টিভি এবং অনলাইনে দেখেছিলেন প্রায় ১৮ মিলিয়ন মানুষ৷ সেই ঘটনাকে ছাপিয়ে গেল তিউনিশিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড ফরোয়ার্ড হ্যারি কেনের দ্বিতীয় গোল করে দলকে জেতানোর মুহূর্ত৷ বিবিসির টিভি সম্প্রচারে এই ঘটনার সাক্ষী থাকলেন ২১.৩ মিলিয়ন মানুষ৷

ভলগোগার্ড স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে গোলের দরজা খুলতে সক্ষম হন ব্রিটিশরা৷ ইংরেজ ফরোয়ার্ড অ্যাশলে ইয়াংয়ের কর্নারে জন স্টোনসের হেড ঝাঁপিয়ে এক হাতে ঠেকান তিউনিশিয়ার গোলরক্ষক৷ ফিরতি বলে খুব কাছ থেকে দলকে এগিয়ে দেন হ্যারি কেন৷ দলকে নেতৃত্ব দেওয়া ম্যাচে গোল করার ধারা ধরে রাখলেন এই ফরোয়ার্ড৷ এরপর ৯০ মিনিট পর্যন্ত ম্যাচে দু’টি দলের স্কোর লাইন ছিল ১-১৷ কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে দুরন্ত হেডে গোল করে দলকে প্রত্যাশিত জয় এনে দেন ইংল্যান্ড অধিনায়ক৷ এই নিয়ে বিশ্বকাপে শেষ ৯টি ম্যাচে মাত্র দ্বিতীয়বারের জন্য জয় পেল ইংল্যান্ড৷

গোনিউজ২৪/টিআই 

খেলা বিভাগের আরো খবর