আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন জনি বেয়ারস্টো


তারিকুল প্রকাশিত: জুন ২০, ২০১৮, ১২:৪২ পিএম
আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন জনি বেয়ারস্টো

সর্বশেষ ছয় ম্যাচের চারটিতে করেন সেঞ্চুরি।  অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড ৪৮১ রানের ইনিংসে খেলেন ১৩৯ রানের ঝড়ো ইনিংস।  এছাড়া ম্যাচটিতে অ্যালেক্স হেলস ১৪৭ ও জেসন রয় করনে ৮২ রান শেষ দিকে অধিনায়ক ইয়ান মরগান ৩০ বলে খেলেন ৬৭ রানের ইনিংস।  জনি বেয়ারস্টো মাত্র ৪৬ ম্যাচের ওডিআই ক্যারিয়ারে করেন ৬ সেঞ্চুরি। 

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০(+) স্ট্রাইকরেট রেখে অন্তত ৬ সেঞ্চুরি করেছেন এমন ক্রিকেটার মধ্যে তৃতীয় অবস্থানে আছেন বেয়ারস্টো।  অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি করার মধ্য দিয়ে ছুঁয়ে ফেললেন পাকিস্তানি হার্ড হিটার শহীদ আফ্রিদিকে।  ৬ সেঞ্চুরিতে ১১৭(+) স্ট্রেইকরেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন পাকিস্তানি অলরাউন্ডার। 

এছাড়া বিশ্বের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান এ বি ডিভিলিয়ার্স ২৫ সেঞ্চুরি ও ১০০(+) স্ট্রাইকরেটে ক্যারিয়ারের ইতি টানেন।  

ম্যাচটিতে আরও একটি রেকর্ড করেছে ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান।  তার ২১ বলের ফিফটি যে কোন ইংলিশ ব্যাটসম্যানের জন্য দ্রুততম। এর আগে ২২ বলে ফিফটি করে রেকর্ডটি ছিল জস বাটলারের দখলে।  এই ম্যাচের মধ্য দিয়ে ইয়ান বেলকে টপকে ইংল্যান্ডের হয়ে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ৫৪৩৫ রান করেন মরগান। 

গোনিউজ২৪/টিআই 

খেলা বিভাগের আরো খবর