জাপান ম্যাচে লাল কার্ডের ইতিহাস গড়লেন সানচেজ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০১৮, ০৮:৩১ পিএম
জাপান ম্যাচে লাল কার্ডের ইতিহাস গড়লেন সানচেজ

সারানস্ক স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই কলম্বিয়ান মিডফিল্ডার কার্লোস সানচেজকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের ২মিনিট ৫৬ সেকেন্ডে অবৈধ হ্যান্ডবল করে সরাসরি লাল কার্ড দেখেন কলম্বিয়ার কার্লোস সানচেজ।

ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই এরকম লাল কার্ড দেখার ইতিহাস ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সচরাচর ঘটেনা। স্বাভাবিকভাবেই মনে হয় এটিই হয়ত বিশ্বকাপ ইভেন্টে সবচেয়ে দ্রুত লাল কার্ড দেখার ঘটনা। বিষয়টি কিন্তু মোটেও তা নয়।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত লাল কার্ড দেখেছিলেন উরুগুয়ের ডিফেন্ডার জোস আলবের্তো বাতিস্তা।  ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপে উরুগুয়ে বনাম স্কটল্যান্ড ম্যাচে মাত্র ৫৪ মিনিটেই লাল কার্ড দেখেন বাতিস্তা।

প্রথমার্ধের শুরুতেই সানচেজের লাল-কার্ড দেখার ঘটনাটি বিশ্ব ফুটবলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম লাল-কার্ড। এই লাল কার্ডের ফলে পোল্যান্ডের বনাম কলম্বিয়া ম্যাচেও থাকছেন না কলম্বিয়ান মিডফিল্ডার।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর