চমক দিয়েই বাংলাদেশের টেস্ট দল ঘোষণা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০১৮, ১০:৫৬ এএম
চমক দিয়েই বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

গুঞ্জণ উঠেছিল আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে মোস্তাফিজুর রহমানকে পাওয়া নিয়ে। অবশেষে সেই গুঞ্জণ সত্যি হয়েছে।  মোস্তাফিজ, সাব্বির, তাসকিন, সৌম্যদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  দলে নতুন মুখ পেসার আবু জায়েদ রাহী।  ২৪ বছর বয়সী পেসার এর আগে টি-টোয়েন্টি দলে থাকলেও এবারই প্রথম সুযোগ পেয়েছেন টেস্ট দলে।

চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় মূল দলে রাখা হয়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। তবে অতিরিক্ত তালিকায় রয়েছেন মুস্তাফিজ, মোসাদ্দেক, ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি ও নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পাওয়া ক্রিকেটারদের আগামীকাল বুধবার (২০ জুন) বেলা দুইটায় হেড কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়াডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৩শে জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল।

দলে তিন উইকেটকিপার থাকলেও গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে।

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন কুমার, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

গোনিউজ২৪/টিআই
 

খেলা বিভাগের আরো খবর