নবী-রশিদদের টেস্ট শেখাল ভারত


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০১৮, ০৬:২২ পিএম
নবী-রশিদদের টেস্ট শেখাল ভারত

ঘুঘু দেখছ, তবে ঘুঘুর ফাঁদ দেখনি। হয়তো আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামার আগে এমনটাই বুঝাতে চেয়েছিল ভারত। নবী-রশিদরা স্বাগতিকদের স্পিন দিয়ে জিম্মি করবে। অধিনায়ক স্তানিকজাইয়ের এমন বক্তব্যের উত্তরে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক বলেছিলেন, ‘আমরাও প্রস্তুত।’

বেঙ্গালুরু টেস্টের প্রথম থেকেই ভারতীয়দের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো, আফগানদের প্রথম টেস্টটি ইতিহাসময় করার দায়িত্বভারটা পুরোপুরি তাদের ওপরই ন্যস্ত। হয়তো সেজন্যই স্পিন স্পিশালিস্ট মুজিব-রশিদদের কোনরকম পাত্তা না দিয়ে প্রথম ইনিংসেই তুলে নিলেন ৪৭৪ রান। যাতে দুইটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি ছিল ধাওয়ান-পাণ্ডিয়াদের।

জবাবে খেলতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০৯ রানেই প্যাকেট হয়ে যায় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন মোহাম্মদ নবী। এছাড়া আর কেউই ২০ অংকের ঘরে পৌঁছাতে পারেনি।সেও এসেছে সাতে নামা মোহাম্মদ নবীর ব্যাট থেকে। নবীর পর দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেছেন ১০ নম্বর ব্যাটসম্যান মুজিব-উর রহমান। ইনিংসের একমাত্র ছক্কাও তার ব্যাটে। প্রথম ইনিংসে সফরকারীদের ব্যাট থেকে মোটে ১৮টি বাউন্ডারি আসে। যেখানে ভারতের ধাওয়ান একাই হাঁকায় ১৯টি চার। সেখানে গোটা আফগান টিম একটি চার কম হাঁকান। এর পর বিজয় ও পাণ্ডিয়ার কথা নাই-বা বললাম। পাণ্ডিয়া এদিন বড় ভাইদের দেখা দেখি নিজের কারিকুরি দেখান আরামসে। হেসে-খেলে আফগান ফিল্ডারদের মাঠের এ প্রান্থ থেকে ওপ্রান্থ দৌড়িয়ে ছাড়েন।

যাই হোক। আফগানদের এমন করুণ অবস্থা থেকে ফের তাদের ব্যাটিংয়ে পাঠালেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে। ভক্তদের ধারণা ছিল এবার অন্তত প্রথম ম্যাচের মতো যাচ্ছে-তাই খেলবে না শাহজাদরা। কিন্তু হায়, একী হলো! জাদেজা-অশ্বিনদের জাঁতাকল থেকে মোটেও নিজেদের বের করে আনতে পারেননি কেউই। আগের ইনিংসে ১০৯ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে ১০৩ রানে থেমে যায় আফগানিস্তান।

সিরিজের প্রথম ম্যাচটিতে ভারতের হয়ে সর্বোচ্চ অশ্বিন ৫ ও জাদেজা ৬ উইকেট অর্জন করেন। অন্যদিকে আফগানিস্তানের হয়ে ইয়ামিন সর্বোচ্চ তিনটি উইকেট অর্জন করেন।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর