আহারে আফগানিস্তান!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০১৮, ০৫:৩৭ পিএম
আহারে আফগানিস্তান!

বাপু, জীবনটা সানিয়া মির্জার টেনিস বল নয় যে জোরে হাঁকালে আর অমনিতেই অপর কোর্টে গিয়ে পড়ল। জীবনটা কষ্টের, উঁচু-নিচু। কখনো-বা কাঁটা বিছানো। তা হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে ক’দিন আগে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো রশিদরা। আর তাদের কিনা টেস্টে বেহাল দশা। স্বাগতিক ভারতের ৪৭৪ রানের জবাবে খেলতে নেমে ছেড়ে দে মা কেঁদে বাঁচি করতে করতে ১০৯ রান সংগ্রহ করে দলটি।

ফলোঅন করতে নামা আফগানরা এখন লড়ছে দুই দিনেই টেস্ট শেষ হওয়ার লজ্জা এড়াতে। দিনের খেলা এখনো ৩২ ওভারেরও মতো বাকি। এরই মধ্যে ৮৫ রানে খুইয়েছে ৮ উইকেট।টানা তিন ওভারে তিন উইকেট তুলে নিয়েছেন উমেশ যাদব। চতুর্থ উইকেট তুলে নিয়েছেন ইশান্ত শর্মা। এখনো তো স্পিনাররা আক্রমণেই আসেনি! ৭ ওভারে ৪ উইকেট নেই আফগানদের!

প্রথম ইনিংসে আফগানিস্তানের এক ব্যাটসম্যানই কেবল ২০ রানের বেশি করতে পেরেছেন। সেও এসেছে সাতে নামা মোহাম্মদ নবীর ব্যাট থেকে। নবীর পর দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেছেন ১০ নম্বর ব্যাটসম্যান মুজিব-উর রহমান। ইনিংসের একমাত্র ছক্কাও তার ব্যাটে। আফগানরা অবশ্য প্রথম ইনিংসে ১৮টি চার মেরেছে। এখন দেখার বিষয় দ্বিতীয় ইনিংসের রান কতদূর গিয়ে আটকা পড়ে। 
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর