মাঠে নামার আগেই বিতর্কে জড়ালেন সালাহ, সমালোচনার ঝড়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০১৮, ০২:৩৩ পিএম
মাঠে নামার আগেই বিতর্কে জড়ালেন সালাহ, সমালোচনার ঝড়

চোট পুরোপুরি এখনও সারিয়ে ওঠেননি। তার খেলা নিয়ে সংশয়ের মাত্রা পুরো মাত্রায় বহাল। এর মধ্যেই ফের বিতর্কে জড়িয়ে পড়লেন মিশরের তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। রাশিয়ার বিতর্কিত অঞ্চল চেচনিয়াতেই ঘাঁটি গেড়েছেন মিশরের ফুটবলাররা। সেই চেচনিয়ারই গ্রঝনি প্রদেশে সালাহের সঙ্গে দেখা গেল মহা বিতর্কিত চেচনিয়া নেতা রমজান কায়দেরভকে।

যুদ্ধ বিদ্ধস্ত চেচনিয়ায় রবিবারেই এসেছিল মিশর। তার কিছুক্ষণ পরেই চেচেন-নেতার সঙ্গে দেখা গেল সালাহকে। যা নিয়ে ফের একপ্রস্থ বিতর্ক দানা বেঁধেছে। আন্তর্জাতিক রাজনীতিতে চেচনিয়ার নাম আগেও উঠে এসেছে। সেই বিতর্কিত চেচনিয়ারই নেতা কায়দেরভ। তার বিরুদ্ধে বিতর্কিত অঞ্চলে একাধিক বিচার-বহির্ভূত হত্যা কাণ্ড চালানোর অভিযোগ ওঠে।

ব্রিটেনের টেলিগ্রাফ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবারে দেশ থেকে আসার পর নিজের হোটেলেই বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেই সময়েই তার কাছে বার্তা আসে বিশেষ অতিথি তার সঙ্গে দেখা করতে এসেছেন। লবিতে নেমে আসার পরেই কায়দেরভকে দেখতে পান সালাহ। বিতর্কিত নেতা এরপরে তাকে বলেন, তার সঙ্গে স্টেডিয়ামে যেতে। সেই স্টেডিয়াম আবার কায়দেরভের বাবার নামেই। সেই সময়ে স্টেডিয়ামে অনুশীলন করছিলেন মিশরের ফুটবলাররা।

অনেকের শঙ্কা, সালাহের মতো জনপ্রিয় ফুটবলারের সঙ্গে ছবি তুলে নিয়ে নিজের ভাবমূর্তি বাড়ানোর কাজে লাগাতে পারেন চেচেন নেতা। রাশিয়া থেকে বারেবারেই চেচনিয়া আলাদা হয়ে নিজস্ব রাষ্ট্র গড়তে চেয়েছে। রক্তক্ষয়ী যুদ্ধেও জড়িয়ে পড়েছিল। চেচনিয়া জঙ্গিরা ভয়বহতায় ত্রাস ছড়িয়েছিল গোটা দেশেই।

পাশাপাশি, প্রশ্ন উঠেছে, মিশরের রাশিয়ার চেচনিয়াতেই বেসক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েও।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর