যেসব চ্যানেলে দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০১৮, ০১:০৩ পিএম
যেসব চ্যানেলে দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা

মাত্র কয়েক ঘন্টা পরেই রাশিয়ার লুঝকিনি স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু রাশিয়া-সৌদি ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। বিশ্বকাপ শুরুর আগে ভক্ত-সমর্থকদের মনে সাধারণ একটি প্রশ্ন কোন চ্যানেলে বা কিভাবে সরাসরি দেখা যাবে প্রিয় দলের খেলা।

বাংলাদেশি দর্শকদের জন্য এবারের বিশ্বকাপের খেলা দেখা কঠিন কিছু হবে না। কেননা বেসরকারি দুই জনপ্রিয় টিভি চ্যানেল ‘মাছরাঙা টিভি’ ও ‘নাগরিক টিভি’তে দেখা যাবে রাশিয়া বিশ্বকাপের সবক’টি ম্যাচ। এছাড়া বাংলাদেশে বসে ভারতীয় টিভি চ্যানেল ‘সনি সিক্স’ এর পর্দায়ও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।


অনলাইনেও বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করছে ফিফা। তাদের অফিশিয়াল ওয়েবসাইট WWW.FIFA.COM এবং ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের অনলাইন সম্প্রচার।

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর