বিশ্বকাপে এবার অভিনব নিয়ম


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০১৮, ১২:১৭ পিএম
বিশ্বকাপে এবার অভিনব নিয়ম

বিশ্বকাপে এবার অভিনব নিয়ম। সূক্ষ্ম অফসাইডের ক্ষেত্রে এবার সহকারী রেফারিকে নির্দেশ দেওয়া হয়েছে, পতাকা যাতে না তোলা হয়। এমনটাই জানিয়েছেন, ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কলিনা। কলিনা জানিয়েছেন, সহকারী রেফারিদের বলা হয়েছে, টাইট অফসাইডের ঘটনার ক্ষেত্রে রেফারিরা ফ্ল্যাগ তুলবেন না। যাতে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।


রাশিয়া বিশ্বকাপেই প্রথমবার প্রযুক্ত হতে চলেছে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর)। সাংবাদিক সম্মেলনে কলিনা জানান, ‘যদি দেখেন সহকারী রেফারিরা অফসাইডের ক্ষেত্রে পতাকা তুলছেন না, তার অর্থ এমন নয় যে রেফারিরা ভুল করছেন। তারা আসলে তাদের প্রতি নির্দেশকে সম্মান জানাচ্ছে।’

এরপরে তিনি আরও বলেন, ‘যদি সহকারী রেফারিরা খেলা না থামিয়ে পতাকা না তোলেন, তাহলে একটি গোল হতে পারে। প্রযুক্তি ব্যবহার করে রিভিউ করা যেতে পারে গোটা ঘটনার।’ 

কলিনা আরো বলেন, মাঠে রেফারিরা যে কিট ব্যবহার করবেন, সেই একই ধরণের কিট ভিডিও রেফারিরা পরিধান করবেন। ২০০২ বিশ্বকাপে ব্রাজিল বনাম জার্মানি ম্যাচ পরিচালনা করা বিখ্যাত কলিনা বলছেন, ‘কারণ মাঠের রেফারিদের মতো ওরাও ঘামেন। এমনটা নয় যে ওরা সোফায় বসে কফি পান করতে করতে ম্যাচ দেখেন। এটা ভীষণই স্ট্রেসফুল কাজ। তাই ওদেরও সঠিক ড্রেসকোড থাকা প্রয়োজন।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর