বিশ্বকাপের একদিন আগেই বহিষ্কার স্পেন কোচ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০১৮, ০৪:৪৯ পিএম
বিশ্বকাপের একদিন আগেই বহিষ্কার স্পেন কোচ

মঙ্গলবার (১২ জুন) রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে স্পেন কোচ লোপেতেগুইর নাম। আর আজ একদিন পরেই বিশ্বকাপের একদিন আগেই স্পেন কোচের পদ থেকে বহিষ্কার করা হয়েছে লোপেতেগুইকে।

মাদ্রিদের ক্লাবটিতে তার নাম ঘোষণার পর থেকে তুমুল আলোচনা। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, বিশ্বকাপের একদিন আগেই বহিষ্কার করা হতে পারে স্পেন কোচকে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি পরিণত হলো। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিশ্বকাপের আগেই তাদের কোচকে বহিষ্কার করলেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমের সূত্রমতে, গতকালই স্পেনের ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস বৈঠক করেছিলেন লোপেতেগির সাথে। কিন্তু তখনও তিনি জানতেন না কয়েক ঘন্টা পর রিয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন লোপেতেগুই। সংবাদমাধ্যমে সেটি প্রকাশ পাবার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্পেনের ফুটবল ফেডারেশন । তখনই লোপেতেগুইকে বরখাস্তের সিদ্ধান্ত নেন।

নতুন কোচ হিসেবে কারো নাম ঘোষণা করেননি এখন পর্যন্ত। তবে জানা যাচ্ছে, স্পেন দলের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরোর দায়িত্ব নেয়ার সম্ভাবনা বেশি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর