মুসলিম শরণার্থীদের ছাড়াতে সাহায্য করলেন গার্দিওলা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০১৮, ০২:৫০ পিএম
মুসলিম শরণার্থীদের ছাড়াতে সাহায্য করলেন গার্দিওলা

ফুটবল শিক্ষকদের শীর্ষে তিনি। তার ছোঁয়ায় বদলে গেছে বিশ্বের অনেক খেলোয়াড়। এককথায়, ফুটবলে খাওয়া, ঘুম এবং ফুটবলকে এগিয়ে নেয়ার একজন সফল ‘স্বপ্নদ্রষ্টা’ তিনি। কিন্তু ফুটবলের বাইরেও যে একটি জীবন আছে তা এবার চোখে আঙ্গুল দিয়ে বিশ্বকে দেখিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ পেপ গার্দিওয়ালা। 

জানা যায়, ইতালিয়ান নৌবাহিনীর কাছে ধরা লিবিয়ারর একটি নৌকাকে স্পেনের এনজিও ওপেন আর্মস প্রোএকটিভের মাধ্যমে টাকা দিয়ে ছাড়িয়ে আনেন গার্দিওলা।

এ বিষয়ে এনজিও প্রতিষ্ঠানটির প্রধান অস্কার কাম্পস কাতালান গণমাধ্যমকে বলেন, ‘পেপ তাদের আর্থিক সাহায্য করে ছাড়িয়ে নেন। এমনকি সে নৌকা পর্যন্ত এসে তাদের সাহায্য করতে চেয়েছিলেন।’

প্রসঙ্গত, ইতালিয়ান কর্তৃপক্ষ অন্তত এক মাস ধরে তাদের নৌকাটি আটকে রাখে। সেখানে ৬২৯ জন শরণার্থী ছিল। তাদের ছাড়াতে গার্দিওলার এক লক্ষ ৫০ হাজার ইউরো খারচ হয়। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর