বিশ্বকাপের আগে অশনি সংকেত ফ্রান্সের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০১৮, ১২:৩৪ পিএম
বিশ্বকাপের আগে অশনি সংকেত ফ্রান্সের

রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট টিম ফ্রান্স। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দারুণ একটি দল ফ্রান্স। দলের আক্রমণভাগের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। তাকে ঘিরেই আবর্তিত ফ্রান্সের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। সেই এমবাপ্পে বিশ্বকাপের ঠিক পূর্বই মুহূর্তেই ইনজুরির কবলে।

নিজেদের শেষ প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। সেটা অবশ্য গুরুতর কিছু ছিল না বলেই পরে জানিয়েছিল ফ্রান্স।

তবে দিদিয়ের দেশমের দুশ্চিন্তাটা একটু বেড়েই গেল আজ। অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। সতীর্থ আদিল রামির ট্যাকেলের পর মাটিতে লুটিয়ে পড়েন এমবাপ্পে। পরে আজ আর অনুশীলনেই যোগ দেননি, তখনই মাঠ ছেড়েছেন। ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের বিশ্বকাপ খেলা অনিশ্চিত কি না সেটাও অবশ্য নিশ্চিতভাবে জানা যায়নি এখনও। তবে ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লেকিপের টুইটার অ্যাকাউন্টে দেওয়া ছবিটা ইঙ্গিত করছে খারাপ কিছুর। ফ্রেঞ্চ সমর্থকদের ভয় ঢুকে যাওয়াটাই স্বাভাবিক।    

যদিও পরে এমবাপ্পে টুইট করে বলেছেন, কারও বিচলিত হওয়ার কোনো কারণ নেই। চোটটা বড় কিছু নয়। সেটা দেখে ফ্রেঞ্চরা একটু আশ্বস্ত হতে পারেন। 

গোনিউজ২৪/টিআই
 

খেলা বিভাগের আরো খবর