জিদানের উত্তরসূরি পেয়েছে রিয়াল, বিপাকে স্পেন!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০১৮, ০৯:৫৭ এএম
জিদানের উত্তরসূরি পেয়েছে রিয়াল, বিপাকে স্পেন!

আর মাত্র একদিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। স্পেনের স্বপ্ন যাত্রা শুরু ১৫ জুন। বিশ্বকাপ মিশনে নামার দুইদিন আগে স্পেনের জন্য অশনি সংকেত। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন স্পেনের বর্তমান কোচ হুলেন লোপেতেগি।

মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে তিন বছরের চুক্তিতে লোপেতেগিকে নিয়োগ দেওয়ার খবরটি জানায় রিয়াল কর্তৃপক্ষ। রাশিয়া বিশ্বকাপের পর ইউরোপের সফলতম ক্লাবটিতে যোগ দিবেন স্পেনের সাবেক এই গোলরক্ষক।বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রিয়ালের এমন ঘোষণা স্পেনের জন্য খারাপ কিছু বয়ে আনতেই পারে।

টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ী কোচ জিনেদিন জিদান গত ৩১ মে হঠাৎ করে পদত্যাগের ঘোষণা জানায় এরপর থেকেই কোচহীন রিয়াল। 

পর্তুগালের ক্লাব পোর্তোয় দুই বছর কোচিং করানোর পর ২০১৬ সালের জুলাইয়ে স্পেন জাতীয় দলের দায়িত্ব নেন লোপেতেগি। তার অধীনেই আসছে বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে খেলতে নামবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।

রিয়াল মাদ্রিদ মূল দলের হয়ে একটি ম্যাচ খেলা লোপেতেগি ২০০৩ সালে স্পেন অনূর্ধ্ব-১৭ দলের সহাকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন। পোর্তোয় যাওয়ার আগে স্পেন অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের কোচিং করান।

৫১ বছর বয়সী এই কোচের অধীনে এখন পর্যন্ত হারেনি স্পেন। ২০ ম্যাচ খেলে ১৪টি জিতেছে তারা, বাকি ৬টি ড্র।

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর